ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ১০ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:২৭ পূর্বাহ্ণ

ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস

ছবি সংগৃহীত

বাংলাদেশজুড়ে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। এর মধ্যেই রাজধানী ঢাকায় শনিবার (১০ মে) মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.১ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি গ্রীষ্মের সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, যেখানে থারমোমিটার উঠে গেছে ৪২ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, তাপমাত্রা যদি ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস হয়, সেটি মাঝারি তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস হলে সেটিকে তীব্র তাপপ্রবাহ হিসেবে চিহ্নিত করা হয়।

৯ মে (শুক্রবার) চুয়াডাঙ্গায় ৪১.২ ডিগ্রি এবং ঢাকায় ৩৯.২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

গত তিনদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদফতর পূর্বাভাস দিয়েছে, ১১ মে (রবিবার) দেশের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানিয়েছেন, “রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।”

তিনি আরো বলেন, ‘সারাদেশেই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।’

গরমে অসুস্থতা এড়াতে চিকিৎসকরা বেশি করে পানি পান, হালকা খাবার খাওয়া ও দুপুরের প্রচণ্ড রোদে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। সৌজন্যে: বিজনেসআই২৪

Facebook Comments Box

Posted ১০:২২ পূর্বাহ্ণ | শনিবার, ১০ মে ২০২৫

nyvoice24 |

.

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us