মাথা ঠান্ডা রেখে সব চক্রান্ত ব্যর্থ করতে হবে: ফখরুল

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ১০ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৫৪ পূর্বাহ্ণ

মাথা ঠান্ডা রেখে সব চক্রান্ত ব্যর্থ করতে হবে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মাথা ঠান্ডা রেখে সকল ষড়যন্ত্র ও চক্রান্তকে ব্যর্থ করতে হবে।

শনিবার (১০ মে) বিকালে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ডে অনুষ্ঠিত বিএনপির তারুণ্যের সমাবেশে।

ফখরুল ইসলাম বলেন, এক-দুজন নয়, পুরো জাতি দীর্ঘ ১৫ বছর ধরে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের অত্যাচারে নির্যাতিত হয়েছে। লাখ লাখ মানুষ এই সময়কালে নির্যাতিত হয়েছে, হাজার হাজার মানুষ জীবন হারিয়েছে, এবং ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তার দাবি, ২০ হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে এবং ১ হাজার ৭০০ জনকে গুম করা হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির প্রিয় নেত্রী খালেদা জিয়াকে ছয় বছর কারাগারে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল। বিএনপির নেতা তারেক রহমান, যিনি বর্তমানে বাংলাদেশের দিকে তাকিয়ে আছেন, তিনি এখনো দেশে ফিরতে পারেননি। ফখরুল ইসলাম বলেন, দেশের এই অবস্থার পরিবর্তন হয়েছে কেবল তরুণ ভাইদের জন্য।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ বর্তমানে একটি অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার শীর্ষ সহায়কেরা এখনও দেশে আছেন এবং তারা দেশে অস্থিতিশীলতা তৈরি করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তবে তরুণদের সামনে তাদের এই ষড়যন্ত্র সফল হবে না। তাই, তিনি সকলকে মাথা ঠান্ডা রেখে ষড়যন্ত্রগুলো প্রতিহত করতে বলেছেন।

ফখরুল ইসলাম আরও বলেন, বিএনপি দেশের স্বাধীনতার প্রশ্নে কখনও আপস করবে না। তিনি বলেন, তারেক রহমান বলেছেন, “ফয়সালা হবে রাজপথে”, এবং সেই ফয়সালা রাজপথে সম্পন্ন হয়েছে।

এ সময় তিনি উল্লেখ করেন, দেশজুড়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে এবং দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না। কারণ, তিনি বলছেন, আওয়ামী লীগ বাকশাল প্রতিষ্ঠা করেছিল, যেখানে স্বাধীনতা ছিল না।

শেষে, ফখরুল ইসলাম জানান, যাদেরকে দেশের পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে, তারা সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারছেন না, যার ফলে নতুন নতুন সমস্যা সৃষ্টি হচ্ছে।

Facebook Comments Box

Posted ৯:৫৪ পূর্বাহ্ণ | শনিবার, ১০ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us