বাংলাদেশে বজ্রপাতে একদিনে ১০ প্রাণহানি

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ১১ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:১৮ পূর্বাহ্ণ

বাংলাদেশে বজ্রপাতে একদিনে ১০ প্রাণহানি

দেশের বিভিন্ন অঞ্চলে একদিনে বজ্রপাতে ১০ জনের প্রাণহানি হয়েছে। পৃথক বজ্রপাতে প্রাণহানির এসব ঘটনা ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ এবং হবিগঞ্জ জেলায় ঘটেছে।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিকালে পৃথক স্থানে বজ্রপাতে পাঁচজন প্রাণ হারিয়েছেন। এ সময় আরো একজন গুরুতর আহত হন। নিহতদের মধ্যে রয়েছে শামসুল হুদা (৬৫), আব্দুর রাজ্জাক (৪০), জাকিয়া বেগম (৮), মো. সেলিম মিয়া (৬৪) এবং মো. জমির খান (২২)। আহত হন হামিদা বেগম (৪৫)।

কিশোরগঞ্জে দুপুরে তিনটি পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের প্রাণহানি হয়। নিহতরা হলেন- ফয়সাল মিয়া (২৮), শ্রীনগর গ্রামের ইউনুস মিয়ার ছেলে; ফারুক মিয়া (৬৫), রসুলপুর গ্রামের আফছর উদ্দিন মিয়ার ছেলে এবং কবির মিয়া (২৫), কুলিয়ারচর উপজেলার হাজারিনগর গ্রামের সফিকুল ইসলাম সফু মিয়ার ছেলে। এছাড়া, হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া গ্রামের আবু বকর (৬০) আহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে মো. কাইমুল (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হবিগঞ্জে বিকাল ৫টার দিকে আজমিরীগঞ্জে ড্রেনে গোসল করার সময় বজ্রপাতে সাজু মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামের তজম আলী মিয়ার ছেলে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন নিহতদের পরিবারকে সহায়তা দেয়ার পাশাপাশি বজ্রপাতে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছে।

Facebook Comments Box

Posted ১০:১৮ পূর্বাহ্ণ | রবিবার, ১১ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us