সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমন তদন্তে উচ্চপর্যায়ের কমিটি

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ১১ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:৩৭ পূর্বাহ্ণ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমন তদন্তে উচ্চপর্যায়ের কমিটি

ছবি সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমনের ঘটনা তদন্তের জন্য উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে সভাপতি করে এই তদন্ত কমিটি গঠন করা হয়। শুক্রবার (১১ মে) বিকেলে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

কমিটির সদস্যরা হলেন: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌপরিবহন মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

তদন্ত কমিটিকে দেওয়া দায়িত্বের মধ্যে রয়েছে:

১. সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গত ৭ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কীভাবে বিদেশ গমন করেছেন, তা পর্যালোচনা করা।
২. সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর দায়িত্বে কোনো প্রকার গাফিলতি বা ব্যত্যয় ঘটেছে কি না, তা অনুসন্ধান করা।
৩. দায়িত্ব পালনে ব্যর্থ ব্যক্তিদের চিহ্নিত করে, সে অনুযায়ী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, তার সুপারিশ করা।

কমিটি এসব কার্যাবলী সম্পাদনের জন্য প্রয়োজনীয় দলিলপত্র, যন্ত্রপাতি, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করতে পারবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎ গ্রহণ করতে পারবে। সকল সংশ্লিষ্ট সংস্থা কমিটির নির্দেশাবলী পালন করতে বাধ্য থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

এছাড়া, কমিটি ইচ্ছা করলে অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গত ৭ মে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশ গমন করেন।

Facebook Comments Box

Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | রবিবার, ১১ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us