আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে দেশে নাটকীয়তা চলছে: মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ১২ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:১৪ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে দেশে নাটকীয়তা চলছে: মির্জা আব্বাস

আওয়ামী লীগকে নিষিদ্ধের আড়ালে দেশে নাটকীয়তা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ১৭ বছর যাদের কাছে নির্যাতিত হয়েছে বিএনপি তাদের পুনর্বাসন করবে এটি যারা বলে তারা বিএনপিকে হিংসা করে।

আজ সোমবার সকাল জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টুর ১০ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

প্রশাসন থেকে বিএনপি সমর্থিতদের না রাখার ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, অনেক উপদেষ্টা যারা দেশের নাগরিক না তারাই দেশ পরিচালনা করছে। মনে হচ্ছে ঔপনিবেশিক শাসন চলছে দেশে।

মানবিক করিডোর নামে সরকার কারোর পারপাস সার্ভ করছে দাবি করে বিএনপির এই নেতা জানান, দেশ ভালো অবস্থানে নেই। মানবিক করিডোর নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলনের নীরবতা বিস্ময়কর।

প্রশাসনে বিএনপি নিধন করে আওয়ামী-জামায়াতপন্থীদের স্থলাভিষিক্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। সৌজন্যে: বিজনেসআই২৪

Facebook Comments Box

Posted ১০:১৪ পূর্বাহ্ণ | সোমবার, ১২ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us