অনলাইন ডেস্ক
প্রিন্ট
সোমবার, ১২ মে ২০২৫
সর্বশেষ আপডেট : ১০:২৯ পূর্বাহ্ণ
পুলিশ বাহিনীর সদস্যদের হাতে আর কোনো মারণাস্ত্র থাকবে না বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, এ অস্ত্রগুলো তাদের জমা দিতে হবে।
সোমবার (১২ মে) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এক সভা শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি যে, পুলিশের হাতে আর কোনো মারণাস্ত্র থাকবে না। এগুলো তাদের জমা দিতে হবে। পুলিশের অন্যান্য সদস্যদের কাছে অস্ত্র থাকবে না, কেবল আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের কাছে থাকবে। কারণ, তাদের কাজ অন্য পুলিশ সদস্যদের থেকে আলাদা।’
তিনি আরও বলেন, ‘এটি আমাদের নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যার মাধ্যমে সুষ্ঠু আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব হবে।’
এই সিদ্ধান্তের মাধ্যমে পুলিশ বাহিনীর অস্ত্র ব্যবস্থাপনা নিয়ে নতুন দিক নির্দেশনা দেয়া হয়েছে, যা দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে নেয়া হয়েছে বলে জানানো হয়।
এদিকে, এই পদক্ষেপে জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মারণাস্ত্র না থাকার কারণে নিরাপত্তার বিষয়ে কিছু উদ্বেগও তৈরি হয়েছে। তবে, স্বরাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেছেন যে, এটি পুলিশ বাহিনীর ওপর জনগণের আস্থার পরিমাণ আরও বাড়াবে।
Posted ১০:২৯ পূর্বাহ্ণ | সোমবার, ১২ মে ২০২৫
nyvoice24 | New York Voice 24