
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ১২ মে ২০২৫
সর্বশেষ আপডেট : ১০:৫৪ পূর্বাহ্ণ
‘সবিতা মাদার অ্যান্ড চিল্ড্রেন ফাউন্ডেশন’র সমাবেশে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মা-দের মাঝে স্টেট অ্যাসেম্বলীম্যান স্টিভেন রাগা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
মায়েরা ভালো থাকলেই গোটা সমাজ তথা রাষ্ট্র ভালো থাকে, মায়েরা সুস্থ থাকলেই সন্তানেরা মেধাবি হয়ে রাষ্ট্র পরিচালনায় বিশাল অবদান রাখতে সক্ষম হয়। আর এজন্যেই প্রতিটি মা-কে পরম শ্রদ্ধায় আকড়ে রাখার সংকল্পে ফুলেল শুভেচ্ছা জানানো হলো নিউইয়র্কে ‘মা দিবস’র বিভিন্ন সমাবেশে। কেউ মা-কে পাশে নিয়ে কেক কেটে আবার অনেকে নারীর সামগ্রিক কল্যাণে নিরন্তরভাবে কর্মরত মা-দের বিশেষ সম্মাননা জানানোর মধ্যদিয়ে ১১ মে বর্ণাঢ্য আয়োজনে মা দিবস পালন করলেন প্রবাসী বাংলাদেশীরা।
‘সবিতা মাদার অ্যান্ড চিল্ড্রেন ফাউন্ডেশন’র সমাবেশে ফুলেল শুভেচ্ছা জানানো হয় সকল মা-কে। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
সবচেয়ে বড় অনুষ্ঠানটি হয় জ্যাকসন হাইটসে জুইশ সেন্টারে ‘সবিতা মাদার অ্যান্ড চিল্ড্রেন ফাউন্ডেশন’র উদ্যোগে। এতে উপস্থিত সকল মা-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা জ্ঞাপনের পর্বে হাজির হয়েছিলেন অভিবাসীদের অকৃত্রিম বন্ধু নিউইয়র্কের স্টেট অ্যাসেম্বলীম্যান ( ডেমক্র্যাট) স্টিভেন রাগা। তিনি গর্বিত সকল মায়ের পাশে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দিবসটি কেবলমাত্র মায়েদের জন্যে উৎসর্গীত হলেও এই কম্যুনিটির সার্বিক উন্নয়ন ও কল্যাণে মায়েরা প্রতিটি দিনই অপরিসীম ভ’মিকা রাখছেন। এজন্যে আমি স্টেট পার্লামেন্টে ব্যস্ততা সত্বেও ছুটে এসেছি মা-দের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদেরকে আরো বেশী কাজে উৎসাহিত করতে।
এ সময় মা দিবসের আলোকে আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা-সাংবাদিক লাবলু আনসার এবং রাশেদ আহমেদ, কম্যুনিটি লিডার ডা. প্রভাত দাস প্রমুখ। মুনমুন সাহার সঞ্চালনায় বর্ণাঢ্য এ আয়োজনের মধ্যমণি ছিলেন ড. সবিতা দাস। তিনি অত্যন্ত বিনয়ের সাথে উপস্থিত সকল মা-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বহুজাতিক এ সমাজের বৈচিত্রকে আরো মহিমান্বিত করতে বাংলাদেশী নারীরাও নিরন্তরভাবে কাজ করছি এবং তা অব্যাহত রাখতে হবে নিজের স্বার্থে, পরিবারের কল্যাণে এবং গোটা জাতির এগিয়ে চলা ত্বরান্বিত করতে। আর এটাই হচ্ছে এবারের মা দিবসের আহবান।
মা রিজিয়া সুলতানাকে পাশে নিয়ে কেক কাটেন জেরিন রহমান এবং তাসমিয়া রহমান। এ সময় পাশে ছিলেন তাদের অভিভাবকেরাও। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
‘মা আমার মা, স্নেহময়ী মা’ স্লোগানে উজ্জীবিত এ আয়োজনে দিবসের আমেজে কবিতা আবৃত্তি করেন রবীন্দ্র একাডেমির কর্মকর্তা ডা. রুমা চৌধুরী। সমবেত কন্ঠে সঙ্গীতের মূর্চ্ছনায় সকলকে ভাসিয়ে নেন ড. সবিতা দাসের প্রতিষ্ঠিত আরেকটি সংগঠন ‘বহ্নিশিখা সঙ্গীত নিকেতন’র শিল্পীরা।
শিল্পীগণের মধ্যে ছিলেন রূনা রয়, শাকিলা রুনা, ডা. রুমা চৌধুরী, মুনমুন সাহা, সৌভিথ চৌধুরী, অরুনা সাহা, সুস্মিতা হালদার, পারিজাত দাস, শিলা চন্দ্র, সুশীল সিনহা, চন্দনা ভট্টাচার্য, সৈয়দ আহমদ বাবলা, ফারজিন স্বর্ণা, অনুষ্কা সেনগুপ্ত, ডা. কামরুল ইসলাম, সোমা রোজারিয়ো, ইমন বিশ্বাস, জুলি খাস্তগীর, দীপক দাস, আয়েশা খান, প্রদীপ কুন্ডু, অঙ্কিতা বিশ্বাস, অথরা ঘোষ, সুদেষ্ণ সাহা, অস্মিতা মন্ডল, অনামিকা চন্দ, রায়াশি বিশ্বাস, মিথি বড়ুয়া, পূর্ণ চৌধুরী, সপ্তর্ষী বণিক, পূজা দাস, উইলি নন্দি, প্রিণা নন্দী, সৃজিতা হিয় প্রমুখ।
Posted ৯:৫০ পূর্বাহ্ণ | সোমবার, ১২ মে ২০২৫
nyvoice24 | New York Voice 24