সৌদি আরবে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ১৩ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৪৯ পূর্বাহ্ণ

সৌদি আরবে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প

ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম বড় আন্তর্জাতিক সফরের অংশ হিসেবে মঙ্গলবার (১৩ মে) সৌদি আরবে পৌঁছেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্পকে বহনকারী মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান সৌদির আকাশসীমায় প্রবেশ করলে, সৌদি বিমান বাহিনীর এফ-১৫ জেট বিমানগুলো সেটিকে এসকর্ট করে আকাশপথে তাকে সম্মান জানায়। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে বিছানো হয় বেগুনি কার্পেট, যা সৌদি আরবে বিশেষ সম্মান প্রদর্শনের প্রতীক।

রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)।

সফরের অংশ হিসেবে ট্রাম্প আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার সৌদি রাজধানী রিয়াদে কাটাবেন। এরপর তিনি উপসাগরীয় অঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ মিত্র—কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন।

সফরে আঞ্চলিক নিরাপত্তা, ইরান নীতি, তেল উৎপাদন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে আলোচনা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এ সফর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

Posted ৯:৪৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us