
অনলাইন ডেস্ক
প্রিন্ট
বুধবার, ১৪ মে ২০২৫
সর্বশেষ আপডেট : ১০:১৭ পূর্বাহ্ণ
ছবি সংগৃহীত
আইপিএলের চলমান আসরে নতুন করে দল পেলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি তাকে ৬ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ।
মুস্তাফিজ এর আগেও আইপিএলে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন। ২০১৬ সাল থেকে ২০২৪ পর্যন্ত সাতটি মৌসুমে অংশ নিয়ে খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালসসহ পাঁচটি দলের হয়ে। এবারের মৌসুমে তিনি আবারও দিল্লি ক্যাপিটালসে ফিরলেন।
এ পর্যন্ত আইপিএলে মুস্তাফিজ ৫৭ ম্যাচ খেলে নিয়েছেন ৬১ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটেও তার পারফরম্যান্স বেশ উজ্জ্বল—বাংলাদেশের জার্সিতে ১০৬ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ১৩২ উইকেট।
দলের প্রয়োজনে কার্যকর বোলিং করে বারবার নিজেকে প্রমাণ করেছেন এই কাটার মাস্টার। দিল্লির হয়ে তার অভিজ্ঞতা ও দক্ষতা দলকে বাড়তি শক্তি দেবে বলেই ধারণা ক্রিকেট বিশ্লেষকদের।
Posted ১০:১৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ মে ২০২৫
nyvoice24 | New York Voice 24