
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:৩১ পূর্বাহ্ণ
মাদকের নমুনা।
আগের বছরের তুলনায় গত বছর মাদকাসক্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩০ হাজার জন কমলেও চিকিৎসা-বিজ্ঞানীরা সন্তুষ্ট নন, কারণ এখনো ১৮ বছর থেকে ৪৪ বছর বয়েসী আমেরিকানদের অকাল মৃত্যুও অন্যতম প্রধান কারণ হচ্ছে ‘অত্যধিক নেশা করা’। ফেডারেল রোগ নিয়ন্ত্রন ও প্রতিরোধ সংস্থা ‘সিডিসি’ বুধবার আরো জানিয়েছে, ২০২৪ সালে নেশা করার কারণে মোট ৮০৩৯১ আমেরিকানের প্রাণ ঝরেছে। এর আগের বছর সে সংখ্যা ছিল এক লাখ ১০ হাজারের অধিক। তবে করোনা মহামারির আগের তুলনায় মৃত্যুর এ সংখ্যা অনেক কম। আর এটি সম্ভব হয়েছে স্বাস্থ্য সচেতনা বৃদ্ধি এবং চিকিৎসা-ব্যবস্থা ঢেলে সাজানোর পরিপ্রেক্ষিতে। সিডিসির চিকিৎসা-বিজ্ঞানীরা বলেছেন, জনস্বাস্থ্য নিয়ে বাস্তবতার আলোকে ফেডারেল সরকারের দৃষ্টিভঙ্গি তথা আন্তরিকতা বৃদ্ধি পাবার সুফল এটি। সিডিসির সর্বশেষ গবেষণা জরিপ অনুযায়ী, ২০২৩ সালে অত্যধিক নেশা করেছে ২ কোটি ৭২ লাখ আমেরিকান। এছাড়া, আরো ৭৫ লাখের মত মদ পান করেছে পরিমাণের চেয়ে অনেক বেশী।
সিডিসির তথ্য অনুযায়ী মাদকাসক্ত নিয়ে জনমনে সৃষ্ট উদ্বেগ এবং হতাশা ক্রমান্বয়ে কাটতে শুরু করেছে, যদিও আরো অনেক কিছুই করতে হবে এহেন অবস্থা থেকে বিশাল একটি জনগোষ্ঠিকে রক্ষায়। এ প্রসঙ্গে ওয়েস্ট ভার্জিনিয়ার ড্রাগ কন্ট্রোল পলিসি সম্পর্কিত অফিসের সাবেক পরিচালক ড. ম্যাথিউ ক্রিস্টিয়ানসেন বলেন, অনেক বছর ধরেই গভীর আশায় ছিলাম এমন সুসংবাদেও জন্যে। এক্ষেত্রে বিপুল পরিমাণের অর্থ ব্যয়ে গবেষণা এবং মাদকাসক্ত যে একজন মানুষের জন্যে মারাত্মক হুমকি-তা ব্যাপকভাবে প্রচারণারই সুফল এটি। ড. ম্যাথিউ বলেছেন, চিকিৎসকরাও ইদানিং যথেষ্ঠ আন্তরিক নেশাগ্রস্তদের সারিয়ে তোলার ব্যাপারে। আশা করছি সংশ্লিষ্ট সকলের মধ্যে জাগ্রত এমন আচরণের পরিধি ক্রমান্বয়ে বাড়বে এবং আমাদের সমাজ তথা রাষ্ট্র অকাল মৃত্যুর বড় ধরনের একটি অভিশাপ থেকে পরিত্রাণ লাভে সক্ষম হবে।
এদিকে, ট্রাম্প প্রশাসন চিকিৎসা খাতে বরাদ্দ কমিয়ে দেয়ার যে মনোভাব ব্যক্ত করেছে এবং ইতিমধ্যেই কংগ্রেসে পেশকৃত বাজেটে তার প্রতিফলনও ঘটেছে-এরফলে মাদকাসক্ত হয়ে মৃত্যুরোধের এ ধারা আবারো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। ক্যাপিটল হিলে বুধবারের শুনানীতে ট্রাম্পের স্বাস্থ্য মন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র এ নিয়ে প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন। স্বাস্থ্য ও চিকিৎসা খাতে বরাদ্দ কমিয়ে দেয়ার অর্থ হবে স্বল্প ও মাঝারি আয়ের আমেরিকানদের সুচিকিৎসার পথ রহিত করা। শুধু তাই নয়, বিত্তশালী পরিবারের সদস্যদেরকেও মাদকাসক্ত হয়ে মৃত্যুর পথে ধাবিত করার সামিল হবে বলে মন্তব্য করেছেন মাদক ও তার প্রভাব নিয়ে গবেষণারত চিকিৎসক ট্র্যাসি সি গ্রীণ।
Posted ৯:৩১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
nyvoice24 | New York Voice 24