
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ১৭ মে ২০২৫
সর্বশেষ আপডেট : ৮:৫৮ পূর্বাহ্ণ
কুইন্স লাইব্রেরীতে কবিতা-কর্মশালায় বাংলাদেশী আমেরিকান কবি হাসানআল আব্দুল্লাহ। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।
নিউইয়র্ক সিটিতে কুইন্স পাবলিক লাইব্রেরির উডহেভেন শাখায় ফিচার পোয়েট হিসেবে ১৫ মে বৃহস্পতিবার কবিতা পাঠ করেন কবি ও শব্দগুচ্ছ সম্পাদক হাসানআল আব্দুল্লাহ। পাঠ শেষে উপস্থিত তরুণ কবিদের নিয়ে কবিতা লেখার উপরে একটি ওয়ার্কশপ পরিচালনা করেন তিনি। অনুষ্ঠান উপস্থাপন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লাইব্রেরীয়ান কেন গর্ডন!
সদ্য প্রকাশিত কবির বহুল আলোচিত কাব্যগ্রন্থ ‘আন্ডার দ্যা থিন লেয়ারস অব লাইট’-এর স্প্যানিশ ভার্সন থেকে হাসানআল আব্দুল্লাহ একে একে অনেকগুলো কবিতা পড়েন। কবিতাপাঠ শুরু হয় একাত্তরে শহীদ তাঁর বাবাকে নিয়ে রচিত “দ্য ক্যাকোফনি অব গানফায়ার” দিয়ে। তিনি তিরিশ লক্ষ শহীদের আত্মদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের বর্তমান শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তুলে ধরেন। অন্য যেসব কবিতা পড়েন তার মধ্যে “শকুনেরা ভালো আছে”, “খাবো”, “কবরের অভিজ্ঞতা”, “ছায়াপথে উদ্বেগ” ও “স্বতন্ত্র সনেট ৭৭” উল্লেখযোগ্য। “আন্ডার দ্য থিন লেয়ারস অব লাইট” প্রথম ইংরেজি-বাংলা দ্বিভাষিক গ্রন্থ হিসেবে প্রকাশ পায় ২০১৫ সালে নিউইয়র্ক থেকে। পরে এই বইয়ের চাইনিজ ও পোলিশ অনুবাদ প্রকাশ পায় ২০১৯ ও ২০২২ সালে তাইওয়ান ও পোল্যান্ড থেকে। অচিরেই এই বইয়ের একটি আরবি অনুবাদ মরক্কো থেকে প্রকাশ পাবে বলে কবি জানান। উল্লেখ্য হাসানআল আব্দুল্লাহ’র কবিতা অনূদিত হয়েছে ১৬ ভাষায় এবং হোমার ইয়োরোপিয়ান মেডেলসহ তিনি চারটি আন্তর্জাতিক কবিতা পুরস্কার পেয়েছেন। তিনি বিশ্বের নানা দেশে আমন্ত্রিত অতিথি হিসেবে আন্তর্জাতিক কবিতা উৎসবে অংশ নিয়েছেন। তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা ৫৯। সম্প্রতি তিনি নিউইয়র্ক সিটি হাইস্কুলে গণিত শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন।
Posted ৮:৫৮ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ মে ২০২৫
nyvoice24 | New York Voice 24