আরো ৭ স্টেটে সতর্কতা জারি

মিজৌরি, কেন্টাকি এবং ভার্জিনিয়া স্টেটে টর্নেডোর তান্ডবে ২৭ জনের প্রাণহানী

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ১৮ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ১:২২ অপরাহ্ণ

মিজৌরি, কেন্টাকি এবং ভার্জিনিয়া স্টেটে টর্নেডোর তান্ডবে ২৭ জনের প্রাণহানী

টর্নেডোর আঘাতে বিধ্বস্ত কেন্টাকির একটি জনপদ। ছবি সংগ্রহ।

টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রের মিজৌরি, কেন্টাকি এবং ভার্জিনিয়া স্টেটে অন্তত: ২৭ জনের প্রাণহানী এবং ব্যাপক ক্ষতির তথ্য পাওয়া গেছে রোববার ভোর পর্যন্ত। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত প্রলয়ংকরি এই তান্ডবে লন্ডভন্ড হয়েছে বিশাল জনগোষ্ঠির ঘর-বাড়ি। মাটিতে মিশে গেছে অনেক ব্যবসা-প্রতিষ্ঠান। গাছপালাও রেহাই পায়নি টর্নেডোর ছোবল থেকে। শনিবার সেন্ট লুইসের মেয়র কারা স্পেন্সার টর্নেডোতে লন্ডভন্ড জনপদে এক সংবাদ সম্মেলনে জানান যে, এই সিটির ইতিহাসে সবচেয়ে ভয়ংকর এই টর্নেডোর আঘাতে মানুষ বিপর্যস্ত। কেন্টাকির স্টেট গভর্ণর অ্যান্ডি বেসিয়ার বলেন, এ যাবত ১৮ জনের প্রাণহানীর সংবাদ পেয়েছি। অনেক এলাকার সাথে যোগাযোগ স্থাপন করা এখনো সম্ভব হয়নি। তিনি বলেন, কোন কোন এলাকা দেখলে মনেই হয় না যে সেখানে কখনো মানুষের বসতি ছিল। এ এক দু:স্বপ্নের মত। উল্লেখ্য, মিজৌরি, কেন্টাকি এবং ভার্জিনিয়া স্টেট ও তার আশে পাশে এক সপ্তাহ আগেও ঝড়ো হাওয়া আঘাত হেনেছিল। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগে একের পর এক ক্ষতির ভিকটিম এসব জনপদের মানুষ অন্যত্র সরে পড়ার কথা ভাবছেন। আর এহেন বৈরী আবহাওয়ার জন্যে দায়ী করা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ধাক্কা হিসেবে।

মিজৌরির স্টেট গভর্ণর মাইক কেহো গভীর উদ্বেগের সাথে বলেছেন, বৈরী প্রকৃতির আচরণে সকলেই ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছি।

মিজৌরী, কেন্টাকি এবং মিশিগানের কিছু অংশে অবর্নণীয় ক্ষতি হয়েছে। মিজৌরিতে ৫০ হাজারের অধিক বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কেন্টাকিতে ২৯ হাজারের অধিক বাড়ি বিধ্বস্ত হয়েছে।
এদিকে জাতীয় আবহাওয়া দফতরের বুলেটিনে রোববার সকালে জানানো হয়েছে যে, ওকলাহোমা, ক্যানসাস, আইওয়া, আরকানসাস স্টেট এবং টেক্সাস, নেব্রাস্কা ও কলরাডো স্টেটের অংশবিশেষের ওপর আরেকটি টর্নেডো ধেয়ে আসছে। এসব এলাকার জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

ছবির ক্যাপশন-টর্নোডো
টর্নেডোর আঘাতে বিধ্বস্ত কেন্টাকির একটি জনপদ। ছবি সংগ্রহ।

 

Facebook Comments Box

Posted ৯:৪৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us