১৭ দিনে রেমিট্যান্স এলো ১৯ হাজার ৬৪২ কোটি টাকা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ১৮ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:১৩ পূর্বাহ্ণ

১৭ দিনে রেমিট্যান্স এলো ১৯ হাজার ৬৪২ কোটি টাকা

চলতি মে মাসের প্রথম ১৭ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬১ কোটি মার্কিন ডলার, যা টাকায় প্রায় ১৯ হাজার ৬৪২ কোটি। এই আয় প্রতিদিন গড়ে ১১৫৫ কোটি টাকার মতো হচ্ছে। ধারাটি যদি পুরো মাসজুড়ে বজায় থাকে, তবে মে মাসে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এই রেমিট্যান্সের বড় অংশ এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে। রাষ্ট্রীয় ও বিশেষায়িত ব্যাংক থেকেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ এসেছে। তবে এখনো কিছু ব্যাংকে এক টাকাও রেমিট্যান্স আসেনি, যার মধ্যে কয়েকটি বিদেশি ব্যাংকও রয়েছে।

গত কয়েক মাসে প্রবাসী আয় ধারাবাহিকভাবে বাড়ছে। মার্চ মাসে দেশে এসেছে সর্বোচ্চ রেমিট্যান্স, এরপর এপ্রিলেও এসেছে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ আয়। এ ধারাবাহিকতা মে মাসেও অব্যাহত রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সরকারের বদলে যাওয়া নীতিমালা, রেমিট্যান্সে প্রণোদনা এবং হুন্ডির বিরুদ্ধে কঠোর অবস্থান এর পেছনে বড় ভূমিকা রাখছে। এতে প্রবাসীরা বৈধ পথে টাকা পাঠাতে আগ্রহী হচ্ছেন।

এই বাড়তি আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে যেমন সাহায্য করছে, তেমনি অর্থনৈতিক চাপ মোকাবিলায় সরকারকেও স্বস্তি দিচ্ছে। ব্যাংকিং খাত ও বাজারে এই অর্থপ্রবাহ ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। সৌজন্যে: বিজনেসআই২৪

Facebook Comments Box

Posted ১০:০৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us