সাংবাদিক আনিসকে চেয়ারম্যান হিসেবে চান এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ১৯ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:০৫ পূর্বাহ্ণ

সাংবাদিক আনিসকে চেয়ারম্যান হিসেবে চান এলাকাবাসী

মানিকগঞ্জে প্রিয়-পরিচিতজনদের সাথে সাংবাদিক আনিসুর রহমান। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

প্রিয়-পরিচিতজনের সামগ্রিক কল্যাণে নিবেদিত পিতা লুৎফর রহমানের মতো সাংবাদিক আনিসুর রহমান আনিসও মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চেয়ারম্যান হতে চান। আর এভাবেই সারা উপজেলার মানুষের পাশে দাঁড়াতে চান আমেরিকার অভিজ্ঞতার আলোকে।
রাজনৈতিক পট পরিবর্তনের পর ৬ মে আনিস স্বল্প সময়ের সফরে নিউইয়র্ক থেকে এলাকায় গিয়েছিলেন। সেই পুরনো চেনা মুখগুলোকে পাশে পেয়ে হারিয়ে যান পিতার সমাজকর্মে। সকলেই তাকে অনুরোধ জানিয়েছেন পিতার সৎ নেতৃত্ব অটুট রেখে জনসেবায় আত্মনিয়োগে বিএনপি থেকে এলাকার ইউপি চেয়ারম্যান হবার জন্যে।

সাংবাদিক আনিস ইউপির নয় উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচনে আগ্রহী। আর এভাাবেই পিতা মরহুম চেয়ারম্যান লুৎফর রহমানের লিগ্যাসি ধরে রাখার জন্যে বিএনপির মনোনয়ন দৌড়ে অবতীর্ণ হবেন বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রে অভিবাসন ভিসায় বসতি গড়ার আগে অর্থাৎ ১২ বছর আগে আনিস ছিলেন প্রথম শ্রেণীর ঠিকাদার। সাংবাদিকতাও করতেন। চষে বেড়িয়েছেন মাণিকগঞ্জ এবং রাজধানী ঢাকার ক্যান্টনমেন্ট সংলগ্ন মিরপুর এলাকা। ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন এলাকার সকলের সাথে। বন্ধুত্বের সেই বন্ধন এক যুগ পর আবারো জাগ্রত হয়েছে। সে তাগিদেই গত ৮ মে সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল বাশার এবং সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লবের আহবানে সর্বস্তরের নেতা-কর্মীগনের সাথে মতবিনিময় করেছেন। পরদিন শুক্রবার দিঘলীয়া উত্তর পাড়া মসজিদে জুমআর নামাজ আদায় করেন। পরে দিঘলীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মশিউর রহমান হিলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সর্বস্তরের নেতৃবৃন্দের সংগে মতবিনিময় করেন। এ সভার সঞ্চালনা করেছেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ছানোয়ার হোসেন।

দু:স্থদের মধ্যে চাল বিতরণ করেন সাংবাদিক আনিসুর রহমান। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

এতে বক্তব্য দেন মানিকগঞ্জ জেলার জিয়া পরিষদ সভাপতি বিএনপি নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সোরহাব। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন দিঘলীয়া ইউনিয়নের সহ-সভাপতি খোরশেদ বাদল, জুয়েল, লুৎফর,দপ্তর সম্পাদক জসিম, আতোয়ার রহমান সরকার, লিটু, উপজেলার সহ-সাধারন সম্পাদক এডভোকেট অমিত, বিএনপি নেতা আরিফ, মজিবর প্রমুখ। উপস্থিত সকলকে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করেছেন নিউইয়র্ক স্টেট বিএনপির সাবেক এই যুগ্ম আহবায়ক। প্রসঙ্গত: উল্লেখ্য, আনিসুর রহমানের সহযোগিতায় আমেনা ফাউন্ডেশনের উদ্যোগে এই ইউনিয়নে গরিবের চেয়েও গরিব ৫৮ জন বিধবার মধ্য চাল বিতরণ করা হয়েছে।

মানিকগঞ্জ জেলা হাসপাতানের নিকট তার আলফা ডাইগনিষ্ট সেন্টারের পার্টনারের সংগে আলোচনা করেন এবং গরীবদের স্বল্প ফি-তে সমস্ত টেষ্ট করার কথা বলেন। উত্তর আমেরিকায় কর্মরত সাংবাদিকগণের সংগঠন ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ (এবিপিসি)’র প্রচার সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা সংস্করণের সাংবাদিক আনিসুর রহমানের এবারের সংক্ষিপ্ত সফরটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শেকড়ের টানে আনিস প্রবাসের কষ্টার্জিত অর্থের বড় একটি অংশ ব্যয় করেছেন।

Facebook Comments Box

Posted ৯:৫৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us