সাবেক প্রেসিডেন্ট বাইডেন ক্যান্সারে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ১৯ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ১:২২ অপরাহ্ণ

সাবেক প্রেসিডেন্ট বাইডেন ক্যান্সারে আক্রান্ত

জো বাইডেন।

৮২ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন আগ্রাসী ধরনের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হবার সংবাদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ‘জো বাইডেনের সাম্প্রতিক রোগনির্ণয়-সংক্রান্ত খবর শুনে গভীরভাবে মর্মাহত’। ট্রাম্প বলেন, ‘আমরা জিল ও তাঁর পরিবারকে আমাদের আন্তরিক শুভকামনা জানাচ্ছি। আমরা দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি।’ সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বিল ক্লিন্টন, সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামা ও হিলারি ক্লিন্টন, সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, সাবেক স্পিকার ন্যান্সী পেলসীসহ ডেমক্র্যাট ও রিপাবলিকান পার্টির শীর্ষ নেতারা পৃথক পৃথকভাবে জো বাইডেনের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি ক্যান্সারের বিরুদ্ধে চলমান গবেষণা আরো জোরদারের জন্যে কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন। উল্লেখ্য, প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হবার এ সংবাদ রোববার বাইডেনের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে। এবং তা ইতিমধ্যে তাঁর হাড়ে ছড়িয়ে পড়েছে-যাকে অত্যন্ত আগ্রাসী হিসেবে অভিহিত করা হচ্ছে। বাইডেন ও তাঁর পরিবার চিকিৎসার বিভিন্ন পদ্ধতি নিয়ে ভাবছেন। জো বাইডেনের কার্যালয় আরো জানিয়েছে, এ ক্যানসার হরমোন-সংবেদনশীল। এর অর্থ হলো, এটি সম্ভবত নিয়ন্ত্রণে রাখা যাবে। আরো উল্লেখ্য, গত সপ্তাহে জো বাইডেন প্রস্রাবজনিত উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। এরপর শুক্রবার তাঁর প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়। বাইডেনের শনাক্ত হওয়া ক্যানসার বেশ আগ্রাসী ধরনের। তাঁর গ্লিসন স্কোর ১০-এর মধ্যে ৯। ক্যানসার নিয়ে গবেষণারতদের মতে, এ ধরনের ক্যানসার ‘উচ্চ-গ্রেড’ হিসেবে বিবেচিত হয়। এটা খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। গ্লিসন স্কোর প্রোস্টেট ক্যানসারের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মাত্রা বোঝাতে ব্যবহৃত হয়। এই স্কোর ক্যানসারের কোষের আকার, গঠন ও ছড়ানোর ধরন দেখে নির্ধারণ করা হয়। ক্যানসার কতটা আক্রমণাত্মক বা তীব্র এবং কেমন চিকিৎসা প্রয়োজন হতে পারে, তা এই স্কোর থেকে জানা যায়।
এক বছরের সামান্য বেশি সময় আগে বয়স ও স্বাস্থ্যজনিত উদ্বেগের কারণে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন বাইডেন। যদিও বাইডেনের এই ক্যান্সারে আক্রান্ত হবার কোন আলামত সে সময় সামনে আসেনি কিংবা চিকিৎসকেরাও টের পাননি। উল্লেখ্য, বাইডেনের বড় ছেলে বাউ বাইডেন ২০১৫ সালে মস্তিষ্কের ক্যানসারে মারা যান।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, পুরুষেরা ত্বকের ক্যানসারে সবচেয়ে বেশি আক্রান্ত হন। এরপর তাঁদের মধ্যে প্রোস্টেট ক্যানসারের হার সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) মতে, প্রতি ১০০ পুরুষের মধ্যে ১৩ জন জীবনের কোনো না কোনো সময় প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়ে থাকেন। সিডিসির মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রোস্টেট ক্যানসার হওয়ার ঝুঁকি বাড়ে।

বাইডেন অনেক বছর ধরে ক্যানসার গবেষণার পক্ষে প্রচারণা চালিয়ে আসছেন। ২০২২ সালে তিনি ও তাঁর স্ত্রী জিল বাইডেন ‘ক্যানসার মুনশট’ উদ্যোগ পুনরায় শুরু করেন। ২০৪৭ সালের মধ্যে ৪০ লাখের বেশি ক্যানসারের মৃত্যু প্রতিরোধে গবেষণা ত্বরান্বিত করাই এই উদ্যোগের লক্ষ্য।
সিডিসির সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২১ সালে ২ লাখ ৩৬ হাজার ৬৫৯ জন আমেরিকান প্রটেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। এরমধ্যে কতজনের মৃত্যু হয়েছে তা অবশ্য জানা যায়নি।

এদিকে চলতি মাসেই এবিসি টেলিভিশন চ্যানেলের ‘দ্য ভিউ’ অনুষ্ঠানে অংশ নেন জো বাইডেন। সেখানে তাঁকে হোয়াইট হাউসের শেষ বছরে তাঁর স্মৃতিশক্তি হ্রাস সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হয়। বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘এটি সমর্থন করার মতো কোনো প্রমাণ নেই।’

ছবির ক্যাপশন-বাইডেন
জো বাইডেন।

 

Facebook Comments Box

Posted ৯:৪৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ মে ২০২৫

nyvoice24 |

.

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us