
বিশেষ সংবাদদাতা
প্রিন্ট
বুধবার, ২১ মে ২০২৫
সর্বশেষ আপডেট : ২:০৬ অপরাহ্ণ
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের পারিবারিক মিলনমেলা আগস্ট মাসে অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। ১৯ মে সোমবার জ্যামাইকার মেজ্জান রেস্টুরেন্টে সোসাইটির সাবেক কর্মকর্তাদের তৃতীয় সভায় বিস্তারিত আলোচনা শেষে এ সিদ্ধান্ত হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক ডাঃ ওয়াদুদ ভুঁইয়া এবং পরিচালনা করেন সদস্য-সচিব বাবুল চৌধুরী ও প্রধান সমন্বয়ক মোহাম্মদ জামান তপন। সভায় ২১ এপ্রিলের প্রথম এবং ১২ মের দ্বিতীয় সভার ধারাবাহিকতায় একটি পূর্নাঙ্গ কমিটি গঠনসহ মিলন মেলা কোথায় এবং কখন করা যায়,বাজেট নির্ধারণ, ম্যাগাজিন প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেজিস্ট্রেশনের মাধ্যমে অতিথি হিসেবে কারা থাকবেন তা নিয়ে আলোচনা করা হয়।
স্থান পাওয়া সাপেক্ষে নিউইয়র্ক অঞ্চলের সর্ববৃহৎ এই সংগঠনের সাবেক নেতৃবৃন্দের মিলনমেলার তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে।
ঐতিহাসিক এ আয়োজনের জন্যে একটি উপদেষ্টা পরিষদও গঠিত হয়েছে। এতে রয়েছেন: মিয়া জেড মানিকী, হাছান ইমাম, ড. দেলোয়ার হোসেন, মোহাম্মদ আমিনুল্লাহ, আমিনুর রশিদ পিন্টু, ডা.এম বিল্লাহ, ডা. হামিদুজ্জামান, ডা.মঈনুল ইসলাম মিয়া, মজিব উর রহমান, এম আজিজ, হামিদ রেজা খান, ফারুক আজম, সউদ আহমেদ চৌধুরী, মাহমুদ চৌধুরী, সালামত ঊল্লাহ, নজরুল ইসলাম, নাসির আলী খান পল, আব্বাস উদ্দিন দুলাল, ওয়াসি চৌধুরী, ফারুক হোসেন মজুমদার, ফারুক চৌধুরী।
আহবায়ক কমিটির কর্মকর্তারা হচ্ছেন : কনভেনর-ডা. ওয়াদুদ ভূঁইয়া, জয়েন্ট কনভেনর-নার্গিস আহমেদ, আজমল হোসেন কুনু, মোহাম্মদ রব মিয়া। কো কনভেনর- সৈয়দ টিপু সুলতান, ফেরদৌস সাজেদিন, নুরল হক, ফারজানা খান, মোহাম্মদ হোসেন খান, ফখরুল আলম, একেএম ফজলে রাব্বী, মনিরুল ইসলাম, দেলোয়ার হোসেন, জয়নুল আবেদীন, রানা ফেরদৌস, রুহুল আমিন ছিদ্দিকি। মেম্বার সেক্রেটারি-বাবুল চৌধুরী। জয়েন্ট মেম্বার সেক্রেটারি-মিয়া দুলাল এনাম, সিরাজ উদ্দিন সোহাগ, সৈয়দ এমকে জামান, আমিনুল ইসলাম চৌধুরী, জুয়েল চৌধুরী, জে মোল্লা সানি, আব্দুল্লাহ ইসলাম লিটন, আবুল হাসেম বুলবুল। চীফ কো-অর্ডিনেটর-মোহাম্মদ জামান তপন। কো-অর্ডিনেটর-সাইফুল ইসলাম, সরোয়ার খান বাবু, একেএম রফিকুল ইসলাম ডালিম, ওয়াহিদ কাজী এলিন, আহবাব চৌধুরী, এনায়েত সরদার। ফাইন্যান্স সেক্রেটারি-একেএম নুরল হক। জয়েন্ট ফাইন্যান্স সেক্রেটারি-আবুল কালাম খান, রেজাউল করিম সগীর, আজাহার হোসেন, নিশান রহিম, আব্দুল হান্নান, নওশাদ হোসেন, মোহাম্মদ ইকবাল হায়দার।
বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাগণের তৃতীয় সভায় অংশগ্রহণকারিরা। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।
রিসেপশন কমিটির চেয়ারম্যান-গিয়াস আহমেদ। কো চেয়ারম্যান-আব্দুল্লাহ এ ইসলাম, ওসমান চৌধুরী, খন্দকার ফরহাদ, কিউ জামান, জাহিদুল হক খান অরুন, বেলাল মাহমুদ, নাজির সিনহা। কালচারাল কমিটি চেয়ারম্যান-চমন আরা বেগম। কো চেয়ারম্যান-ফেরদৌস সাজেদিন, স্বপ্না কাউছার, সৈয়দ বাহলুল উজ্জ্বল, মনিকা রায় চৌধুরী, ডা.শাহনাজ আলম লিপি, রাহাত মুক্তাদির। এন্টারটেইনমেন্ট কমিটি চেয়ারম্যান-মঈনুল উদ্দিন মাহবুব। কো চেয়ারম্যান-আহসান হাবীব, কাজী তোফায়েল ইসলাম, খোরশেদ আলম, সাইফুল্লাহ ভূঁইয়া, টুটুল আহমেদ চৌধুরী। পাবলিসিটি এ্যান্ড পাবলিকেশন চেয়ারম্যান-শেখ সিরাজ। কো চেয়ারম্যান-আক্তার হোসেন, ফারহানা চৌধুরী, সৈয়দ ইলিয়াস খসরু, আনোয়ার খন্দকার, ফয়সল আহমেদ। সম্মানিত সদস্যরা হলেন : ডা. চৌধুরী সরোয়ারুল হাছান, তৈমূর জাকারিয়া, এমদাদুল হক কামাল, আসাদ বারী, মোহাম্মদ সেলিম, নূর মোহাম্মদ, রোহেনা খান, ফজলুল কাদের, জামিল আহেদ, আব্দুল মান্নান, সাদী মিন্টু, নাসির উদ্দিন, আব্দুস ছালাম মিয়া আযম, জামাল উদ্দিন, আবু নাছের খাজা, জামিল আহমেদ, কামরুজ্জামান বাবু। সাবেক কর্মকর্তাগণের মধ্যে অবশিষ্টদের সাথে যোগাযোগ সাপেক্ষে এই আহবায়ক কমিটি সম্প্রসারণের ব্যাপারেও সকলে ঐক্যমত পোষণ করেছেন। উল্লেখ্য, সাবেক কর্মকর্তাগণের অনেকেই বাংলাদেশ সোসাইটির বর্তমান কমিটিতে রয়েছেন বিধায় তারা এখানে নেই। তবে তাদেরকেও সাদরে আমন্ত্রণ জানানো হবে মিলনমেলায়।
এ সভায় উপস্থিত ছিলেন ডাঃ হামিদুজ্জামান, নার্গিস আহমেদ, মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম, মোহাম্মদ হোসেন খান, এ কে এম ফজলে রাব্বী, মনিরুল ইসলাম, ফারুক মজুমদার, ফারুক চৌধুরী, রুহুল আমিন সিদ্দিকি, গিয়াস আহমেদ, সৈয়দ এসকে জামান, আজাহার হোসেন, ওসমান চৌধুরী, মনিকা রয় চৌধুরী, ডাঃ শাহনাজ আলম লিপি, নিশান রহীম, একেএম নুরল হক, খন্দকার ফরহাদ, জেড আই জুয়েল চৌধুরী, সিরাজ উদ্দিন সোহাগ, খান শওকত, জে সানি মোল্লা, বেলাল মাহমুদ, ওসমান চৌধুরী, ফারহানা চৌধুরী, সরোয়ার খান বাবু, সাইফুল্লাহ ভূঁইয়া, আব্দুল কাদের শাহীন, আনোয়ার খন্দকার, মোহাম্মদ ইকবাল হায়দার, সাদী মিন্টু, আসাদ বারী, টুটুল আহমেদ চৌধুরী প্রমূখ। উল্লেখ্য, বাংলাদেশ সোসাইটির ৫০ বছর পূর্তি উপলক্ষে এ বছরই বর্তমান কমিটির উদ্যোগে যে উৎসবের প্রস্তুতি চলছে সেখানেও সকলে যোগদানে দ্বিধা করবেন না এবং সহযোগিতা চাইলেও সাবেক কর্মকর্তারা তা করবেন বলে এ আলোচনায় সকলে উল্লেখ করেন।
Posted ২:০৬ অপরাহ্ণ | বুধবার, ২১ মে ২০২৫
nyvoice24 | New York Voice 24