
আনিসুর রহমান
প্রিন্ট
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
সর্বশেষ আপডেট : ১:৪২ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র বিএনপির শীর্ষস্থানীয় দুই নেতা নির্বাচনের উদ্দেশ্যে বাংলাদেশে নিজ এলাকায় গমনের পর দুর্বৃত্ত কর্তৃক আক্রান্ত হবার সংবাদে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে প্রবাসে দলীয় নেতা-কর্মীগণের মধ্যে। আক্রান্তরা হলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির বিলুপ্ত কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট এবং বিলুপ্ত কমিটির অন্যতম সহ-সভাপতি আলহাজ্ব সোলায়মান ভূঁইয়া।
২১ মে নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসীমউদ্দিন ভিপি ও সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ এক যুক্ত বিবৃতিতে জানিয়েছেন, ১৮ মে নড়াইল জেলার কালিয়া উপজেলার বেন্দারচর এলাকায় ঘোড় দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথির আমন্ত্রণ পেয়ে ঢাকা থেকে সেখানে যাবার সময় ভর দুপুরে চাপাইল সেতু এলাকায় তার গাড়ি বহরে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় লতিফ সম্রাটের গাড়িসহ বেশ কটি গাড়ি ভাংচুর করা হয়। অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে অন্তত: একটি গাড়িতে। আহত হন লতিফ সম্রাটসহ তার সফরসঙ্গি বিএনপির নেতা-কর্মীরা। বিবৃতিতে অভিযোগ করা হয় যে, একই এলাকার বিএনপির একজন নেতার অনুগতরা এই হামলার জন্যে দায়ী। কারণ, লতিফ সম্রাট ইতিপূর্বে ঐ এলাকা থেকে এমপি নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ব্যক্ত করেই নিউইয়র্ক থেকে বাংলাদেশে গেছেন।
অপর এক বিবৃতিতে নিউইয়র্কে বসবাসরত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ এবং জিল্লুর রহমান জিল্লু জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব সোলায়মান ভূঁইয়া একই অভিপ্রায় ব্যক্ত করে সম্প্রতি নিজ এলাকা ফেনীতে গমনের পরই সম্ভাব্য অপর প্রার্থীর লেলিয়ে দেয়া মাস্তানদের হামলার শিকার হয়েছেন।
উপরোক্ত ঘটনাদ্বয়ের ব্যাপারে সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা রক্ষাকারি কর্র্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে। তবে কেউই গ্রেফতার হয়নি। এ অবস্থায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রবাসের উপরোক্ত নেতৃবৃন্দ বলেছেন, ‘স্বৈরাচার কেষ হাসিনার অত্যাচার-নির্যাতনে অতীষ্ঠ লোকজন যখোন বাংলাদেশে আন্দোলন-সংগ্রামে ভীত সন্ত্রস্ত ছিলেন, সে সময়ে নিউইয়র্কসহ সমগ্র আমেরিকায় বিএনপির নেতা-কর্মীরা লাগাতার আন্দোলন, লবিংয়ে নিয়োজিত ছিলেন। লতিফ সম্রাট এবং সোলায়মান ভ’ইয়াসহ আমরা জাতিসংঘ, স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউজ ও ক্যাপিটল হিলে স্মারকলিপি দেয়ার পাশাপাশি র্যালিতেও অংশ নিয়েছি। তারই ধারাবাহিকতায় ফ্যাস্টিট সরকারের পতন ঘটেছে। নেতৃত্ব প্রদানের অবস্থান থেকেই নিজ এলাকার উন্নয়নে প্রবাসের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান অনেক প্রবাসী। তাদের মধ্য থেকেই লতিফ সম্রাট এবং সোলায়মান ভূঁইয়াসহ কয়েকজন বাংলাদেশে অবস্থান করছেন দলীয় এবং এলাকার মানুষের সাথে জনসংযোগের করতে।’
এমনি অবস্থায় তাদের ওপর হামলার ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলা হয়েছে, গণতান্ত্রিক রীতি অনুযায়ী দলীয় মনোনয়ন পেলেই তারা প্রার্থী হবেন। কিন্তু তার আগেই যদি সন্ত্রাসী হামলার মাধ্যমে তাদেরকে স্বৈরাচারি কায়দায় হটিয়ে দেয়ার মতলব এঁটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের মহড়া দেয়ার চেষ্টা করা হয়, তার চেয়ে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে। প্রবাসের নেতৃবৃন্দ প্রশ্ন উত্থাপন করেছেন যে, তাহলে শেখ হাসিনার লেলিয়ে দেয়া ফ্যাসিস্টরাই কী বিএনপিতে ঘাপটি মেরে থেকে এহেন অপকর্মে লিপ্ত হয়েছে? অবিলম্বে উপরোক্ত হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রবাসীরা।
Posted ৯:৩৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
nyvoice24 | New York Voice 24