ঢাকায় জঙ্গি ঘাঁটি, ইউনূসের প্রাইভেট বাহিনীর সশস্ত্র তাণ্ডবের প্রস্তুতি

(এনওয়াইভয়েস২৪ ডটকম)   প্রিন্ট
শুক্রবার, ২৩ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:৩৩ পূর্বাহ্ণ

ঢাকায় জঙ্গি ঘাঁটি, ইউনূসের প্রাইভেট বাহিনীর সশস্ত্র তাণ্ডবের প্রস্তুতি

রাজধানী ঢাকায় আবারও অশনি সংকেত। গুলিস্তান, কাকরাইল, মগবাজার, শাহবাগ, টিএসসি ও সেগুনবাগিচায় শীর্ষ জঙ্গি নেতারা ইতোমধ্যে অবস্থান নিয়েছে। হিজবুত তাহেরী, ইসলামী ছাত্রশিবির, এবং এনসিপির নেতৃত্বে এই সন্ত্রাসীরা তৈরি হচ্ছে এক ভয়াবহ সশস্ত্র দাঙ্গার জন্য। বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে তাদের হাতে বিদেশি অস্ত্র রয়েছে, যা কয়েকটি মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানে রাখা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ঢাকায় আয়োজিত মিছিলে এসব অস্ত্র প্রদর্শন এবং প্রয়োজনে ব্যবহার করা হবে।

এই জঙ্গিরা দেশের সেনাবাহিনীকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। তারা কোনো রাজনৈতিক কর্মী নয়, বরং একটি সুসংগঠিত প্রাইভেট মিলিশিয়া বাহিনী ড. মুহাম্মদ ইউনূসের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় পরিচালিত। ইউনূসবিরোধী আন্দোলন বা সরকার বিরোধী যে কোনো সমাবেশে হামলা চালাতে এই বাহিনী প্রস্তুত রয়েছে। উদ্দেশ্য একটাই ভয় দেখানো, বিশৃঙ্খলা তৈরি করা, এবং জাতিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া।

এই পরিস্থিতি জাতীয় নিরাপত্তার জন্য চরম হুমকি। সরকার, সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর এখনই কঠোর ও সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ইউনূসের প্রাইভেট বাহিনীকে নিরস্ত্র করতে হবে, তাদের অর্থায়নকারী নেটওয়ার্ক ধ্বংস করতে হবে। কারণ, দেশের মাটি জঙ্গিদের আস্তানা হতে পারে না। এটাই সময় সিদ্ধান্ত নেওয়ার বাংলাদেশ বাঁচবে, না ষড়যন্ত্রকারীরা জয়ী হবে।

Facebook Comments Box

Posted ১০:৪০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৩ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us