ড. ইউনূস পদত্যাগ করছেন না: পরিকল্পনা উপদেষ্টা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ২৪ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:২২ পূর্বাহ্ণ

ড. ইউনূস পদত্যাগ করছেন না: পরিকল্পনা উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, তিনি থাকছেন। আমাদের ওপর অর্পিত দায়িত্ব গুরুত্বপূর্ণ—এই মুহূর্তে তা ছেড়ে যাওয়া সম্ভব নয়।’

শনিবার (২৪ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভা শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত রুদ্ধদ্বার বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক ইউনূস। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা।

বৈঠকে অন্তর্বর্তী সরকারের ১৯ জন উপদেষ্টা উপস্থিত থাকলেও উপদেষ্টাদের বাইরে কাউকে রাখা হয়নি। একনেক সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের এনইসি কক্ষ ত্যাগ করতে দেখা গেছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, একনেক সভা পরবর্তী ব্রিফিং হবে না। বৈঠকের সারসংক্ষেপ পরে ই-মেইলের মাধ্যমে জানানো হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনার প্রেক্ষাপটে এই রুদ্ধদ্বার বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন ছিল। তবে ড. ইউনূসের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব গণমাধ্যমকে জানিয়েছেন, এসব খবর সত্য নয়, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না।

অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ড. ইউনূসের পদত্যাগ বিএনপি চায় না। তবে তিনি না থাকলে বিকল্প সিদ্ধান্ত নেবে জনগণ। জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও সর্বদলীয় বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, বিএনপি ও জামায়াতের সঙ্গে আলাদা বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় বিএনপি এবং রাত ৮টায় জামায়াত নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন অধ্যাপক ইউনূস।

এর আগে, শনিবার বেলা ১১টায় শুরু হওয়া একনেক সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে নারী উদ্যোক্তা তৈরি, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণ, তথ্য প্রযুক্তি ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প।

চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রধান উপদেষ্টার অবস্থান এবং এ বৈঠকের ফলাফল রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। সৌজন্যে: বিজনেসআই২৪

Facebook Comments Box

Posted ৯:২২ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us