ট্রাম্পের শুল্কে পণ্যের দাম বাড়াচ্ছে বড় কোম্পানিগুলো

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ২৫ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:২৫ পূর্বাহ্ণ

ট্রাম্পের শুল্কে পণ্যের দাম বাড়াচ্ছে বড় কোম্পানিগুলো

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি দেশটির বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে শুরু করেছে। বিশেষ করে আমদানিকৃত পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের ফলে অনেক বড় কোম্পানি পণ্যের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। এসব কোম্পানির দাবি, অতিরিক্ত ব্যয় তারা আর বহন করতে পারছে না, তাই বাধ্য হয়েই সেই চাপ এখন ভোক্তার ওপর পড়ছে।

নতুন এই শুল্কনীতিতে অধিকাংশ আমদানির ওপর ১০ শতাংশ এবং চীনা পণ্যের ওপর ৩০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। স্টিল ও অ্যালুমিনিয়ামের মতো কিছু পণ্যের ক্ষেত্রে শুল্কহার আরও বেশি। ফলে কোম্পানিগুলোর উৎপাদন ও আমদানি খরচ অনেক বেড়ে গেছে। এরই প্রেক্ষিতে খুচরা বিক্রেতা থেকে শুরু করে খেলনা, ইলেকট্রনিক্স, পোশাক ও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো দাম বাড়িয়ে দিচ্ছে।

কিছু কোম্পানি ইতোমধ্যেই নতুন দামে পণ্য বিক্রি শুরু করেছে। আবার কেউ কেউ আগামী সপ্তাহ বা মাস থেকে ধাপে ধাপে দাম বাড়ানোর পরিকল্পনা জানিয়েছে। এমনকি জনপ্রিয় ব্র্যান্ডের দৈনন্দিন ব্যবহৃত পণ্য, খেলনা, গেমিং ডিভাইস, গৃহস্থালী যন্ত্রপাতি, গাড়ি ও ক্রীড়া সামগ্রীর দামও বাড়ছে বা বাড়বে বলে কোম্পানিগুলো জানাচ্ছে।

চীনা রিটেইলাররাও শুল্ক ছাড়ের সুযোগ হারানোর কারণে এখন তাদের পণ্যের দাম বাড়াতে বাধ্য হচ্ছে। মাত্র একদিনের ব্যবধানে কিছু পণ্যের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এতে যুক্তরাষ্ট্রের সাধারণ ক্রেতাদের জন্য পণ্য কেনা অনেক কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তারা বলছেন, শুল্ক বৃদ্ধির ফলে সামগ্রিকভাবে পণ্যের মূল্যস্ফীতি বাড়বে এবং ভোক্তা ব্যয়েও চাপ পড়বে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন বলছে, এই শুল্কনীতি দেশের নিজস্ব উৎপাদন খাতকে রক্ষা করবে এবং চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ভারসাম্য বজায় রাখতে সহায়ক হবে। তবে এর বিরূপ প্রভাব যে ইতিমধ্যেই বাজারে পড়তে শুরু করেছে, তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।

Facebook Comments Box

Posted ৯:২৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ মে ২০২৫

nyvoice24 |

.

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us