বাংলাদেশে কুরবানির চামড়ার দাম নির্ধারণ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ২৫ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:২৭ পূর্বাহ্ণ

বাংলাদেশে কুরবানির চামড়ার দাম নির্ধারণ

ফাইল ছবি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এবছর ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার প্রতি পিস সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫০ টাকা। আর ঢাকার বাইরে এই দাম ১ হাজার ১৫০ টাকা।

রবিবার (২৫ মে) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, ছোট আকারের গরুর জন্য নির্দিষ্ট মূল্য বেঁধে ওয়া হলেও বড় গরুর চামড়ার দাম নির্ধারিত হবে চাহিদা ও জোগান বিবেচনায়।

এছাড়া প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম ঢাকায় ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। খাসির চামড়া ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকা বর্গফুট হিসেবে নির্ধারিত হয়েছে।

সরকার জানিয়েছে, এবারের দাম নির্ধারণে চামড়া ব্যবসায়ী, ট্যানারি মালিক, আড়তদার ও সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে বাজারে স্থিতিশীলতা বজায় থাকে এবং মৌসুমি ব্যবসায়ী ও সাধারণ মানুষ ন্যায্য মূল্য পায়। সৌজন্যে: বিজনেসআই২৪

Facebook Comments Box

Posted ৯:২৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us