গবেষণা জরিপ: অসহনীয় তাপদাহে নারীরাই বেশী ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ২৭ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৩১ পূর্বাহ্ণ

গবেষণা জরিপ: অসহনীয় তাপদাহে নারীরাই বেশী ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন

ছবি সংগৃহীত

বিশ্বব্যাপী পরিচালিত এক গবেষণা জরিপে উদঘাটিত হয়েছে যে, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার ১৭টি দেশে অসহনীয় তাপদাহের কারণে তথা জলবায়ু পরিবর্তনের অশুভ প্রতিক্রিয়ায় নারীর মধ্যে স্তন, ডিম্বাশয়, জরায়ু এবং জরায়ু’র ক্যান্সার বেড়েছে। একইভাবে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর হারও বেড়েছে গত দুই দশকে। ‘ফন্ট্রিয়ার্স ইন পাবলিক হেল্্থ’ জার্নালে মঙ্গলবার প্রকাশিত এই জরিপ রিপোর্টে আরো বলা হয়েছে যে, অত্যধিক গরম আবহাওয়ার পরিপ্রেক্ষিতে খরা এবং দাবানলের প্রকোপও বেড়েছে। যে কারণে পরিবেশ দুষিত হয়ে পড়ছে আড়ের যে কোন সময়ের তুলনায় অনেক বেশী।

এই জরিপ পর্যালোচনার পর ইউনিভাসিটি অব মিনেসোটার ম্যাসনিক ক্যান্সার সেন্টারের জনস্বাস্থ্য বিষয়ক অধ্যাপক আইরিনা স্টিপ্যানোভ বলেছেন, উত্তপ্ত আবহাওয়া এবং পরিবেশ দুষণের ফলশ্রুতিতে ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি ক্রমান্বয়ে বেড়েছে। আর সবচেয়ে বেশী আক্রান্ত হচ্ছেন নারীরা। কারণ , ঐসব দেশের দারিদ্রপীরিত জনগোষ্ঠির নারীরা প্রত্যাশিত চিকিৎসা-সেবা পায় না। এমনকি পরিবেশ দুষণের ভয়ংকর প্রতিক্রিয়া সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির কার্যক্রমও তেমনভাবে নেই ঐসব অঞ্চলে। কায়রোস্থ আমেরিকান ইউনিভার্সিটির সিনিয়র ফেলো গবেষক এবং এই জরিপের আলোকে পরিচালিত গবেষণা টিমের অন্যতম ড. ওয়াফা আবেলখেইর মাতারিয়া মনে করছেন, ঐসব অঞ্চলের নারীরা সামাজিকভাবেও পিছিয়ে রয়েছেন অর্থনৈতিক কারণে। এহেন অবস্থার অবসানে গরিবের চেয়েও গরিব অঞ্চলের জনগোষ্ঠিকে পরিবেশ দুষণের ব্যাপারে সচেতন করতে হবে। অণ্যথায় ক্যান্সারের মহামারি রোধ করা সম্ভব হবে না।

১৯৯৮ থেকে ২০১৯ সালের মধ্যে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারিদের নিয়ে উপরোক্ত গবেষণা জরিপে আরো উদঘাটিত হয়েছে যে, প্রতি লাখে ১৭৩ জন থেকে ২৮০ জনে উন্নীত হয়েছে ক্যান্সারে আক্রান্তের ঝুঁকি। কাতার, বাহরাইন, জর্দান, সউদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং সিরিয়ার মত দেশেও নারীরা ক্যান্সারে আক্রান্ত হয়ে সুচিকিৎসার অভাবে ইন্তেকাল করেছেন বলে ঐ জরিপে জানা গেছে।

 

 

Facebook Comments Box

Posted ৯:৩১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us