আগামী বছরের জুনের মধ্যেই বাংলাদেশে নির্বাচন: ড. ইউনূস

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ২৮ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:১৭ পূর্বাহ্ণ

আগামী বছরের জুনের মধ্যেই বাংলাদেশে নির্বাচন: ড. ইউনূস

ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে আগামী বছরের জুনের মধ্যেই বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৮ মে) টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের সভাপতি তারো আসোর সঙ্গে বৈঠককালে তিনি এই মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, ‘যেকোনো পরিস্থিতিতে নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকার তিনটি প্রধান লক্ষ্য সংস্কার, বিচার এবং একটি গ্রহণযোগ্য সাধারণ নির্বাচন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরো জানান, সরকার ইতিমধ্যে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন এবং ঋণ পরিশোধে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে।

এসময় জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী তারো আসো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক রূপান্তরের প্রশংসা করে বলেন, “সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি অংশগ্রহণমূলক সাধারণ নির্বাচন অত্যন্ত জরুরি।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক সিনিয়র সেক্রেটারি লামিয়া মোরশেদ।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আগের সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে দুর্বল করে দিয়েছে। তরুণরা সেই অবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং পরিবর্তনের জন্য আমাকে আহ্বান জানিয়েছে।’

জাপানের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে ইউনূস বলেন, ‘এই সফর এক অর্থে কৃতজ্ঞতা প্রকাশের সফর।’ তিনি আসোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। ইউনূস বলেন, ‘রোহিঙ্গারা অন্য কোথাও যেতে চায় না, তারা শুধু নিজ দেশে ফিরে যেতে চায় এ দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক মহলে তুলে ধরা জরুরি।’

জাপানের আইনপ্রণেতারা জানান, বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) বিষয়ে আলোচনা আগস্টের মধ্যে শেষ করে সেপ্টেম্বরে স্বাক্ষরের লক্ষ্যে কাজ চলছে। এটি কার্যকর হলে জাপান হবে বাংলাদেশের সঙ্গে ইপিএ স্বাক্ষরকারী প্রথম দেশ। সৌজন্যে: বিজনেসআই২৪

Facebook Comments Box

Posted ৯:১১ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us