ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে: তারেক রহমান

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ২৮ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:১৩ পূর্বাহ্ণ

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে: তারেক রহমান

ছবি সংগৃহীত

আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে নির্বাচন উপলক্ষে প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২৮ মে) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ‘তারুণ্যের সমাবেশে’ ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই বক্তব্য দেন। তিনি বলেন, “ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। আর সে লক্ষ্যে আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।”

বিএনপির তিন অঙ্গ-সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এই সমাবেশের আয়োজন করে। ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার’ প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান ও সালাহউদ্দিন আহমেদ।

বক্তারা সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন। তারা অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

উল্লেখ্য, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ইতিমধ্যেই বিভিন্ন বিভাগীয় শহরে ‘তারুণ্যের সমাবেশ’ আয়োজন করছে। এর ধারাবাহিকতায় আজকের ঢাকার সমাবেশকে ‘সর্ববৃহৎ জমায়েত’ বলে উল্লেখ করেছেন আয়োজকরা। সৌজন্যে: বিজনেসআই২৪

Facebook Comments Box

Posted ৯:১৩ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us