শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকী উদযাপনে আমেরিকায় ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ২৮ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:৫৫ পূর্বাহ্ণ

শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকী উদযাপনে আমেরিকায় ব্যাপক প্রস্তুতি

শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকীর প্রচারণা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ৩০ মে শুক্রবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন সিটিতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠত হবে। তবারক বিতরণের কর্মসূচিও রয়েছে।

নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় বিকেল ৪টা থেকে দোয়া মাহফিল ও বিএনপির প্রতিষ্ঠাতা-চেয়ারম্যানের জীবন-আলোকে আলোচনা সভা শুরু হবে। তা চলবে সন্ধ্যা ৮টা পর্যন্ত। এরমধ্যেই হাজারো মানুষের মধ্যে তবারক বিতরণ করা হবে বলে জানান সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি জসিমউদ্দিন (ভিপি)। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ এবং গেস্ট অব অনর হিসেবে থাকবেন কেন্দ্রীয় কমিটির আরেক সদস্য জিল্লুর রহমান জিল্লু। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান এবং সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদের নেতৃত্বে সর্বস্তরের নেতা-কর্মীরা বিশাল এই আয়োজনকে সর্বোতভাবে সাফল্যমন্ডিত করতে একযোগে কাজ করছেন বলে জানা গেছে।

এ উপলক্ষে একইদিন বিকেলে অর্থাৎ বাদ আসর জ্যাকসন হাইটসে বাংলাদেশ স্ট্রিটের ওপর নবান্ন রেস্টুরেন্টের সামনে দোয়া মাহফিল ও তবারক বিতরণের কর্মসূচি ঘোষণা করেছে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’ নামক দল-নিরপেক্ষ একটি সামাজিক সংগঠন। এই সংগঠনের উদ্যোগে গত এক দশক থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী পালিত হচ্ছে। মাঝে যোগ হয়েছে এইচ এম এরশাদের মৃত্যুবার্ষিকীও।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে নিউজার্সি, পেনসিলভেনিয়া, মিশিগান, কানেকটিকাট, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ওয়াশিংটন ডিসি, ফ্লোরিডা, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, টেক্সাস প্রভৃতি স্টেটেও দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

Facebook Comments Box

Posted ৮:৫৫ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ মে ২০২৫

nyvoice24 |

.

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us