
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ২৮ মে ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:১৪ পূর্বাহ্ণ
বাংলাদেশ সোসাইটি।
নিউইয়র্ক তথা উত্তর আমেরিকায় সবচেয়ে পুরনো এবং সর্ববৃহৎ সামাজিক সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র সাবেক কর্মকর্তাগণের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হবে ২৪ আগস্ট রোববার নিউইয়র্কস্থ লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট সংলগ্ন ম্যারিয়ট হোটেলে। সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা নাগাদ চলবে এ সমাবেশ। এ উপলক্ষে চলছে বিস্তারিত প্রস্তুতি।
ইতিমধ্যেই সাবেক কর্মকর্তাগণের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে এবং সকলের সম্মিলিত অংশগ্রহণে কম্যুনিটির কল্যাণমূলক একটি বৃহৎ পদক্ষেপ গ্রহণের প্রত্যাশাও রয়েছে বলে জানা গেছে। এরফলে অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী-আঞ্চলিক সংগঠনের সাবেক কর্মকর্তারাও নবউদ্যমে ঐক্য গড়ার কথা ভাবছেন বলে শোনা যাচ্ছে। এভাবেই যদি সময়ের প্রয়োজনে সকল ভেদাভেদ-হিংসা-বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব হয় তাহলে আমেরিকান স্বপ্ন পূরণের পথও সুগম হবে বলে বিদগ্ধজনের ধারণা।
Posted ৮:৫৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ মে ২০২৫
nyvoice24 | New York Voice 24