যুক্তরাষ্ট্র থেকে তুলা ও জ্বালানি আমদানিতে আগ্রহী ​​​​​​​বাংলাদেশ: নিক্কেইকে ড. ইউনূস

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:৫৮ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র থেকে তুলা ও জ্বালানি আমদানিতে আগ্রহী ​​​​​​​বাংলাদেশ: নিক্কেইকে ড. ইউনূস

ছবি সংগৃহীত

বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তুলা, তেল ও গ্যাসের মতো গুরুত্বপূর্ণ পণ্য আরও বেশি পরিমাণে আমদানির প্রস্তাব দিয়েছে। দেশটির প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনায় ব্যবহার করা হবে।

বৃহস্পতিবার (২৯ মে) জাপানের টোকিওতে অনুষ্ঠিত ‘নিক্কেই ফিউচার অব এশিয়া’ সম্মেলনের ফাঁকে জাপানি গণমাধ্যম নিক্কেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস এ কথা জানান।

তিনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিটি বাণিজ্য অংশীদারের সঙ্গে ঘাটতি কমাতে চান। আমরা যদি যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াই, তবে একই ধরনের পণ্য অন্য দেশ থেকে কেনার প্রবাহ কমিয়ে দেওয়া সম্ভব। এতে করে দু’দেশের বাণিজ্য ঘাটতি হ্রাস পাবে।’

উদাহরণ হিসেবে তিনি জানান, বাংলাদেশ বর্তমানে প্রচুর পরিমাণে তুলা আমদানি করে মধ্য এশিয়ার দেশগুলো যেমন উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান থেকে। তবে এখন এই আমদানির উৎস যুক্তরাষ্ট্রে স্থানান্তরের কথা ভাবছে ঢাকা।

উল্লেখ্য, গত অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৬.৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করলেও, আমদানি করেছে মাত্র ২.৫ বিলিয়ন ডলারের পণ্য। এর মধ্যে তুলা আমদানি ছিল ৩৬১ মিলিয়ন ডলার মূল্যের। প্রতিবছর বাংলাদেশ প্রায় ৭.৯ বিলিয়ন ডলারের কাঁচা তুলা আমদানি করে, যা দেশের মোট আমদানির প্রায় ১২.৫ শতাংশ।

যুক্তরাষ্ট্রের তুলা উৎপাদকদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ইতিবাচক উল্লেখ করে ড. ইউনূস বলেন, ‘তারা এখন আমাদের ভালো বন্ধু হয়ে উঠেছে এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গেও তাদের কিছু রাজনৈতিক সংযোগ রয়েছে।’

তেল আমদানির বিষয়েও সম্ভাবনার কথা জানান তিনি। “আমরা সাধারণত মধ্যপ্রাচ্য থেকে তেল নিয়ে থাকি। তবে চাইলে যুক্তরাষ্ট্র থেকেও এ ধরনের জ্বালানি নেওয়া যেতে পারে,” বলেন তিনি।

বাণিজ্য আলোচনার আনুষ্ঠানিক সূচি বা সম্ভাব্য শুল্ক হ্রাসের বিষয়টি এখনও অনিশ্চিত হলেও, বাংলাদেশ এটিকে হুমকি নয় বরং একটি সম্ভাবনা হিসেবে দেখছে বলে মন্তব্য করেন ড. ইউনূস।

Facebook Comments Box

Posted ৮:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us