
অনলাইন ডেস্ক
প্রিন্ট
শুক্রবার, ৩০ মে ২০২৫
সর্বশেষ আপডেট : ১০:৫৯ পূর্বাহ্ণ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পেয়েছে নতুন সভাপতি। জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল শুক্রবার পরিচালকদের ভোটে আনুষ্ঠানিকভাবে বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি দায়িত্ব পালন করবেন বিসিবির পরবর্তী নির্বাচন পর্যন্ত।
সভাপতি নির্বাচিত হওয়ার পর বিসিবি কার্যালয়ে শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বুলবুল তুলে ধরেন তার ‘সভাপতি হওয়ার জার্নি’। তিনি বলেন, ‘আমার নতুন একটা ভূমিকা আজকে শুরু হলো। এটার ছোট্ট একটা জার্নি আছে। আমি বাংলাদেশ দল থেকে খেলোয়াড় হিসেবে অবসর নিইনি, কিন্তু শেষ হয়ে গিয়েছিল। তারপর গত ১৯ বছর ধরে আমি ক্রিকেট উন্নয়নের কাজ করে যাচ্ছি আইসিসি ও এসিসিতে। এখন এটা আমার জন্য নতুন উচ্চতার পরীক্ষা ও সুযোগ।’
তিনি জানান, গত এপ্রিল মাসের শেষ দিকে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে একটি ফোন কল পান, যেখানে তাকে দেশের ক্রিকেটে অবদান রাখার সুযোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। সেই মুহূর্তকে জীবন পরিবর্তনের বলেই উল্লেখ করেছেন বুলবুল। ‘আমি অপেক্ষা করতাম একটা কলের জন্য, সেই কলটা আমি যখন পেয়েছি তখন পেছনে তাকাইনি।’ বলেন দেশের প্রথম এই সেঞ্চুরিয়ান।
ক্রিকেটকে এগিয়ে নেয়ার ব্যাপারে বলতে গিয়ে বিসিবির ১৬তম এই সভাপতি বলেন, ‘দায়িত্বটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট না, ক্রিকেট ইন বাংলাদেশ। আমাদের দেশে কী ক্রিকেট আছে, সেটাকে আরও এগিয়ে নিতে চাই। আমি বিশ্বাস করি ১১ জন নয়, বাংলাদেশে সবাই ক্রিকেট খেলে। আমরা একটা দল হিসেবে কাজ করব।’
Posted ১০:৫৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩০ মে ২০২৫
nyvoice24 | New York Voice 24