চীনের ২০০ সদস্যের বৃহৎ বাণিজ্য প্রতিনিধি দল ঢাকায়

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ৩১ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:২৯ পূর্বাহ্ণ

চীনের ২০০ সদস্যের বৃহৎ বাণিজ্য প্রতিনিধি দল ঢাকায়

ঢাকায় পৌঁছেছে চীনের ২০০ সদস্যের একটি বৃহৎ বাণিজ্য প্রতিনিধি দল।

শনিবার (৩১ মে) চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ের নেতৃত্বে আগত এই প্রতিনিধিদলের সফরকে বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ‘নতুন যুগের সূচনা’ হিসেবে দেখা হচ্ছে।

সফরের অংশ হিসেবে বিকালেই বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দীনের সঙ্গে বৈঠকে বসার বৈঠকে বসার কথা রয়েছে চীনা বাণিজ্যমন্ত্রী ওয়েনতাওর। ১ জুন (রবিবার) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘চীন–বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক সম্মেলন’-এ অংশ নেবেন তারা। সম্মেলনের প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিডার তথ্য অনুযায়ী, এ সম্মেলনে অংশ নিচ্ছেন চীনের ১০০টির বেশি প্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন প্রতিনিধি, যার মধ্যে রয়েছে ফরচুন ৫০০ তালিকাভুক্ত ৬–৭টি কোম্পানির শীর্ষ কর্মকর্তারা এবং চারটি চীনা চেম্বার অব কমার্সের সদস্যরা। সফরকালে প্রতিনিধিদল দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের পাশাপাশি জয়েন্ট ইকোনমিক কমিটির বৈঠকেও অংশ নেবেন।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, সফরের অংশ হিসেবে একটি ‘বাণিজ্য ও বিনিয়োগ বিনিময় অনুষ্ঠান’ অনুষ্ঠিত হবে, যেখানে দুই দেশের শতাধিক উদ্যোক্তা অংশ নেবেন। এটি বাংলাদেশে এখন পর্যন্ত চীনা উদ্যোক্তাদের নিয়ে হওয়া সবচেয়ে বড় সরাসরি বিনিয়োগ সংলাপ।

বিশ্লেষকরা মনে করছেন, সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. ইউনূসের চীন সফর এবং গত এপ্রিলে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনের ধারাবাহিকতায় এই সফর আয়োজন করা হয়েছে। এটি বাংলাদেশের অবকাঠামো, প্রযুক্তি ও উৎপাদন খাতে চীনা বিনিয়োগের গতি বাড়াবে বলে আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই উচ্চপর্যায়ের সফর কেবল বাণিজ্যিক সম্পর্ক নয়, দুই দেশের কৌশলগত সহযোগিতাও জোরদার করবে। বাংলাদেশে শিল্পায়ন, প্রযুক্তি স্থানান্তর এবং কর্মসংস্থান সৃষ্টিতে এই বিনিয়োগ গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সৌজন্যে: বিজনেসআই২৪

Facebook Comments Box

Posted ১০:২৫ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us