
অনলাইন ডেস্ক
প্রিন্ট
শনিবার, ৩১ মে ২০২৫
সর্বশেষ আপডেট : ১০:১৯ পূর্বাহ্ণ
ছবি সংগৃহীত
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, বাংলাদেশের বাইরে অবস্থানরত প্রবাসীদের জন্য বিশেষায়িত একটি হাসপাতাল নির্মাণ করা হবে। তিনি বলেন, ‘প্রবাসীরা দেশে ফিরে চিকিৎসাসেবা পেতে নানা সমস্যার মুখে পড়েন। তাই তাদের অর্থায়নে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে, যার মালিকানা থাকবে প্রবাসীদের হাতেই।’
শনিবার (৩১ মে) বিকালে টাঙ্গাইলে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল আরো বলেন, ‘সরকার প্রবাসীদের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ঋণ দেওয়ার প্রক্রিয়া চালু রয়েছে। এছাড়া জাপানে জনবল পাঠানোর প্রস্তুতি চলছে এবং অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা অব্যাহত রয়েছে।’
দেশের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন বিষয়ে তিনি বলেন, ‘এসএসসি পরীক্ষার পর শিক্ষার্থীরা ৩-৬ মাস অবসর সময় কাটায়। এই সময়কে কাজে লাগিয়ে তাদের দক্ষ করে গড়ে তুলতে সারাদেশের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৬ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। দক্ষতা অর্জন করে যারা বিদেশে যাবেন, তারা আরও ভালো বেতন ও সুবিধা পাবেন।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। এ সময় উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহম্মদ মোজাফফর, টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান এবং টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রাশেদুল ইসলাম প্রমুখ। সৌজন্যে: বিজনেসআই২৪
Posted ১০:১৯ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ মে ২০২৫
nyvoice24 | New York Voice 24