বাংলাদেশের আগামী বাজেটের আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ৩১ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:২৩ পূর্বাহ্ণ

বাংলাদেশের আগামী বাজেটের আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা

ফাইল ছবি

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে আগামি ২০২৫–২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এটি চলতি অর্থবছরের বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম। স্বাধীনতা-পরবর্তী সময়ে এবারই প্রথম প্রস্তাবিত বাজেটের আকার আগের বছরের তুলনায় কমছে।

নতুন বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ উদ্যোগ নেয়ার কথা রয়েছে। বিশেষত গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও রাস্তাঘাট নির্মাণ-সংস্কারের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে বলে জানা গেছে।

২০২৫ সালের জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের ভিন্ন বাস্তবতায় এবার বাজেট উপস্থাপন করা হচ্ছে সংসদের বাইরে। ২ জুন (সোমবার) বিকাল ৪টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জাতির উদ্দেশে প্রাক-ধারণকৃত বাজেট বক্তৃতা উপস্থাপন করবেন। এটি একযোগে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার এবং সব বেসরকারি টেলিভিশন ও রেডিওতে প্রচার করা হবে।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, বাজেট ঘোষণার পর প্রস্তাবিত বাজেটের ওপর নাগরিকদের কাছ থেকে মতামত চাওয়া হবে। প্রাপ্ত মতামতের ভিত্তিতে বাজেটের চূড়ান্ত রূপ দেওয়া হবে। এরপর আগামী ২৩ জুনের পর যে কোনো একদিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এটি অনুমোদন করা হবে এবং রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে ১ জুলাই থেকে কার্যকর হবে।

এটি দ্বিতীয়বারের মতো সংসদের বাইরে বাজেট ঘোষণা হতে যাচ্ছে। এর আগে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তৎকালীন অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম সংসদের বাইরে বাজেট ঘোষণা করেছিলেন। ওই বাজেটের আকার ছিল ৯৯ হাজার ৯৬২ কোটি টাকা।

২০২৪-২৫ অর্থবছরে আওয়ামী লীগ সরকারের শেষ বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা, যা উপস্থাপন করেছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়।

নতুন প্রস্তাবিত বাজেটের আকার দাঁড়িয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৮ কোটি টাকা। এটি বিগত ১৫ বছরের ধারার বাইরে গিয়ে কিছুটা সংকুচিত বাজেটের ইঙ্গিত দেয়, যেখানে রাজস্ব আয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ও কর্মসংস্থান তৈরিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:২৩ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us