১ জুন ২০২৫ থেকে পুরনো ভার্সনের অ্যান্ড্রয়েড ও আইফোনে বন্ধ হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপের সাপোর্ট। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে মেটা।

হোয়াটসঅ্যাপ বন্ধ হচ্ছে আপনার ফোনে? তালিকায় কি আছে আপনার মডেল?

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ৩১ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ১:৩৫ অপরাহ্ণ

হোয়াটসঅ্যাপ বন্ধ হচ্ছে আপনার ফোনে? তালিকায় কি আছে আপনার মডেল?

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হোয়াটসঅ্যাপ এবার বন্ধ করে দিচ্ছে বেশ কিছু পুরনো মডেলের মোবাইল ফোনে তাদের পরিষেবা। শনিবার (৩১ মে) মেটার পক্ষ থেকে এক ঘোষণায় জানানো হয়, ১ জুন ২০২৫ থেকে অ্যানড্রয়েড ৫.০ এবং তার আগের ভার্সন ও iOS ১৫ এবং তার নিচের ভার্সন ব্যবহারকারীরা আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না।

এর আগে মে মাসে হোয়াটসঅ্যাপ থেকে পরিষেবা বন্ধের ঘোষণা দেওয়া হলেও, পরে তা জুনে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়।

যেসব মডেলে হোয়াটসঅ্যাপ আর চলবে না

  • আইফোন ৫এ
  • আইফোন ৬
  • আইফোন ৬ প্লাস
  • আইফোন ৬এস
  • আইফোন ৬এস প্লাস
  • আইফোন এসই (ফার্স্ট জেনারেশন)
  • স্যামসাং গ্যালাক্সি এস৪
  • স্যামসাং গ্যালাক্সি নোট ৩
  • সনি এক্সপেরিয়া জেড১
  • এলজি জি২
  • হুয়াওয়ে অ্যাসেন্ড পি৬
  • মোটো জি (প্রথম প্রজন্ম)
  • মটোরোলা Razr HD
  • মোটো ই (২০১৪)

তবে ফোন বদলানোর আগে অবশ্যই দেখে নিন সফটওয়্যার আপডেটের কোনো অপশন রয়েছে কি না। যদি থাকে, তবে iOS ১৫.১ বা Android ৫.১ ও তার ওপরের ভার্সন আপডেট করলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, সুরক্ষিত ডেটা রাখতে ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত সফটওয়্যার আপডেটের সঙ্গে সামঞ্জস্য রেখে অ্যাপের আপডেট চালানো হয়। আর যেসব ফোনে এই আপডেট আর পাওয়া যাচ্ছে না, সেসব ফোনে সার্ভিস বন্ধ করে দেওয়া হবে।

Facebook Comments Box

Posted ১:৩৫ অপরাহ্ণ | শনিবার, ৩১ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us