বিশ্বসুন্দরী হলেন থাইল্যান্ডের সুশাতা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ০১ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৩৮ পূর্বাহ্ণ

বিশ্বসুন্দরী হলেন থাইল্যান্ডের সুশাতা

ছবি সংগৃহীত

২১ বছর বয়সেই বিশ্বসুন্দরীর মুকুট জয় করে ইতিহাস গড়েছেন থাইল্যান্ডের ওপাল সুশাতা চুয়াংস্রি। ভারতের তেলেঙ্গানায় অনুষ্ঠিত ৭২তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথমবারের মতো থাইল্যান্ডের কোনো নারী হিসেবে এই খেতাব অর্জন করেছেন তিনি। ১০৮টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নিয়েছেন সুশাতা, যিনি এর আগে মিস ইউনিভার্স থাইল্যান্ড ২০২৪-এর খেতাবও জিতেছিলেন।থাইল্যান্ডের ফুকেট শহরে জন্ম নেয়া সুশাতা চুয়াংস্রি বর্তমানে থাম্মাসাত ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছেন। রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের প্রতি তাঁর রয়েছে গভীর আগ্রহ। ইংরেজি, থাই ও চায়নিজ ভাষায় দক্ষ এই তরুণী শুধু সৌন্দর্যেই নয়, মেধা ও সংবেদনশীলতায়ও বিচারকদের মন জয় করেন।

২০১৬ সালে ব্যক্তিগত একটি অস্ত্রোপচারের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে নারীদের স্তন স্বাস্থ্য নিয়ে কাজ করতে শুরু করেন তিনি। তাঁর প্রতিষ্ঠিত ‘ওপাল ফর হার’ নামের সংগঠনটি নারীদের স্বাস্থ্য সচেতনতায় কাজ করে যাচ্ছে।মঞ্চে বিচারকদের প্রশ্নের উত্তর দেওয়া থেকে শুরু করে গাউন নির্বাচনের প্রতীকী ব্যাখ্যা সবখানেই নিজের আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধের পরিচয় দিয়েছেন সুশাতা। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে তিনি বলেন, “আমার পোশাকটি তাদের প্রতিনিধিত্ব করে, যারা ভয় নয়, আশাকে বেছে নেয় এবং অন্ধকারে আলো হয়ে দাঁড়ায়।”

সুশাতার এই জয় শুধু থাইল্যান্ডের জন্য গর্বের, নয়; বরং এশিয়ার নারীদের জন্য এক অনুপ্রেরণাও বটে।

Facebook Comments Box

Posted ৯:৩৮ পূর্বাহ্ণ | রবিবার, ০১ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us