মাতারবাড়ি প্রজেক্টে বড় বিনিয়োগ করবে জাপান: প্রেস সচিব

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ০১ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৪৫ পূর্বাহ্ণ

মাতারবাড়ি প্রজেক্টে বড় বিনিয়োগ করবে জাপান: প্রেস সচিব

ফাইল ছবি

বাংলাদেশের কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্পে বড় ধরনের বিনিয়োগ করতে যাচ্ছে জাপান।

রবিবার (১ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘মাতারবাড়ি প্রকল্প নিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে, যেখানে জাপান সহযোগিতা করবে। প্রকল্পটির ২৯ মিলিয়ন ডলারের অর্থায়নের একটি বড় অংশ জাপান দেবে।’

শফিকুল আলম জানান, বাংলাদেশ সফরকালে জাপানি ব্যবসায়ীদের সঙ্গে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের আলোচনা হয়েছে।

তিনি আরো বলেন, ‘জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশের প্রতি আগ্রহ দেখিয়েছে। সফরের অন্যতম উদ্দেশ্য ছিল বিনিয়োগ আকৃষ্ট করা, যা অনেকটাই সফল হয়েছে।’

তিনি আরো জানান, জাপানের প্রধান বিনিয়োগ সংস্থা জেটরো (জেইটিআরও)-এর সঙ্গে বৈঠক হয়েছে এবং তারা বাংলাদেশে বিনিয়োগে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।

প্রেস সচিব বলেন, ‘জাপান আগামী পাঁচ বছরে ১ লাখ বিদেশি কর্মী নিতে চায়। এ লক্ষ্যে বাংলাদেশের কর্মীদের সেখানে পাঠাতে ইতিবাচক আলোচনা হয়েছে।’ পাশাপাশি জাপানে যাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলমান ভিসা জটিলতা দূর করার বিষয়েও অগ্রগতি হয়েছে বলে তিনি জানান।

প্রেস ব্রিফিংয়ে উপ-প্রেস সচিব আজাদ মজুমদার এবং সহকারী প্রেস সচিব আহমেদ ফয়েজ উপস্থিত ছিলেন। সৌজন্যে: বিজনেসআই২৪

Facebook Comments Box

Posted ৯:৪৫ পূর্বাহ্ণ | রবিবার, ০১ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us