হেল্পিং হ্যান্ড চট্টগ্রাম-ইউএসএর শিক্ষাবৃত্তি বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ০১ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৪৫ পূর্বাহ্ণ

হেল্পিং হ্যান্ড চট্টগ্রাম-ইউএসএর শিক্ষাবৃত্তি বিতরণ

শিক্ষার্থীগণের মাঝে বৃত্তির অর্থ বিতরণ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

যুক্তরাষ্ট্র প্রবাসী চট্টগ্রামবাসীদের সংগঠন ‘হেল্পিং হ্যান্ড চট্টগ্রাম-ইউএসএ ইনক’ ২০২৫ সালের প্রথম দফা শিক্ষাবৃত্তি বিতরণ করেছে। এ উপলক্ষে চান্দগাঁওস্থ রিডার্স ইংলিশ স্কুল মিলনায়তনে সংস্থার বাংলাদেশি মুখ্য কো-অর্ডিনেটর কলামিস্ট মুহাম্মদ মুসা খানের সভাপতিত্বে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও মানবাধিকার সংগঠক ও দৈনিক পূর্বকোণ পত্রিকার সিনিয়র সাংবাদিক আবসার মাহফুজ। বিশেষ অতিথি ছিলেন রিডার্স ইংলিশ স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মঈনুদ্দিন কাদের লাভলু, হেল্পিং হ্যান্ড চট্টগ্রাম’র কো-অর্ডিনেটর ব্যাংকার মহসিন রেজা ও মোস্তফা মনোয়ার মুন্না, শহীদুল ইসলাম, অধ্যাপক শফিউল আজম ও জামাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক আবসার মাহফুজ বৃত্তিপ্রাপ্তদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আমেরিকা প্রবাসী চট্টগ্রামের বন্ধুরা আপনাদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন। এটা মহৎ উদ্যোগ। আপনারা সন্তানদের পড়াশোনার প্রতি লক্ষ্য রাখবেন। তাঁরা যেনো মোবাইলে আসক্ত না হয়- সে ব্যাপারে সজাগ থাকবেন। তিনি পড়াশোনাকে ধ্যানজ্ঞান করার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন। তিনি বলেন, শিক্ষার্থীদের তপস্যা হলো অধ্যায়ন। পরিশ্রমী পড়ালেখাই সফলতা এনে দিতে পারবে। তিনি আয়োজক সংস্থা হেল্পিং হ্যান্ড চট্টগ্রামকে ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে কলামিস্ট মুসা খান বলেন, হেল্পিং হ্যান্ড চট্টগ্রাম ইউএসএ’র শিক্ষা বৃত্তি- শিক্ষার্থীদের ভাল ফলাফলের পুরষ্কার। এই শিক্ষা বৃত্তি ধরে রাখার জন্য অবশ্যই ভাল রেজাল্ট করতে হবে। তিনি ইংরেজি, বিজ্ঞান ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের এই তিন মাধ্যমের শিক্ষার প্রতি জোর দেয়ার পরামর্শ দেন। মোস্তফা মনোয়ার মুন্না করোনাকালীন সময়ের বিশেষ মুহুর্তে হেল্পিং হ্যান্ড চট্টগ্রাম ইউএসএ’’র প্রতিষ্ঠা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে লোহাগড়া, সাতকানিয়া, পটিয়া, হাটহাজারী, রাংগুনিয়া ও বোয়ালখালী উপজেলার সতেরোটি শিক্ষা প্রতিষ্ঠানের একুশ জন শিক্ষার্থীর মাঝে এক লক্ষ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। উল্লেখ্য যে, হেল্পিং হ্যান্ড চট্টগ্রাম ইউএসএ ২০২৪ সালেও তিন দফা শিক্ষাবৃত্তি প্রদান করেছিলো এবং ইতিপূর্বে বন্যার্তদের মাঝে ত্রান-সামগ্রি বিতরণ, কৃত্রিম পা সংযোজন, হুইল চেয়ার বিতরণ, রমজানে খাদ্য সামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করেছে।

Facebook Comments Box

Posted ৯:৩৭ পূর্বাহ্ণ | রবিবার, ০১ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us