
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ০২ জুন ২০২৫
সর্বশেষ আপডেট : ১১:৫৪ পূর্বাহ্ণ
নিউইয়র্কে ‘ইউনাইটেড হিন্দু’জ’র র্যালি। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তায় ব্যর্থ অন্তর্বতী সরকারের পদত্যাগ এবং অবিলম্বে চিহ্নিত দুর্বৃত্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত প্রবাসীদের দুর্বার অন্দোলনের ডাক দিয়ে ‘ইউনাইটেড হিন্দু’জ অব ইউএসএ’র ব্যানারে বড় ধরনের একটি সমাবেশ হলো নিউইয়র্কে।
যশোরের জেলার অভয়নগর উপজেলায় হিন্দুদের ২০টি বাড়িতে লুটতরাজের পর আগুন ধরিয়ে দিয়ে হিন্দুদের নির্যাতনের প্রতিবাদে এ সমাবেশ হয় ১ জুন সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায়। অংশগ্রহণকারিরা বাংলাদেশের ক্ষমতাসীন গোষ্ঠির কট্টর সমর্থক ছাড়া কেউই নিরাপদ নন বলেও মন্তব্য করেছেন।
নিউইয়র্কে ‘ইউনাইটেড হিন্দু’জ’র র্যালি। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব দেন ‘ইউনাইটেড হিন্দু’জ অব ইউএসএ’র চেয়ারম্যান ডা. প্রভাত দাস, প্রেসিডেন্ট ভবতোষ মিত্র এবং সাধারণ সম্পাদক রামদাস ঘরামি ছাড়াও ঐক্য পরিষদের নেতা অধ্যাপক নবেন্দু দত্ত, ভজন সরকার, শিতাংশু গুহ, ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড. দীলিপ নাথ প্রমুখ। এই সমাবেশ থেকে সকলকে মার্কিন কংগ্রেস, স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউজ-সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসমূহে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনে ভয়ংকর তথ্য সম্বলিত স্মারকলিপি প্রদানের উত্তাত্ত আহবান জানানো হয়। এ সময় অভিযোগ করা হয় যে, ‘গত জুলাই-আগস্টের কথিত কোটা-বিরোধী আন্দোলনে মূলত: বিজয় ঘটেছে একাত্তরের পরাজিত জামাত-শিবিরের। সে কারণে বাংলাদেশ আজ কারোর জন্যেই নিরাপদ নয়। ধর্মের নামে জঙ্গির উত্থান ঘটেছে।’
Posted ৯:৩২ পূর্বাহ্ণ | সোমবার, ০২ জুন ২০২৫
nyvoice24 | New York Voice 24