
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ০২ জুন ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:৩৯ পূর্বাহ্ণ
বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষে মার্কিন রমনীরা। ছবি-সংগ্রহ।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার সাসফ্রান্সিসকো ক্যাম্পাস পরিচালিত এক গবেষণা জরিপে উদঘাটিত হয়েছে যে, গাঁজা সেবনকারিরা অধিক হারে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন।
অর্থাৎ গাঁজা কখনোই চিকিৎসার অবলম্বন হতে পারে না। যদিও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ওহাইয়ো, ওয়াশিংটন ডিসি-সহ ২০ স্টেটে গাঁজা সেবনের বৈধতা দেয়া হয়েছে। গাঁজার চাষবাসকেও উৎসাহিত করা হচ্ছে অর্থনৈতিক শস্য হিসেবে। এমনি সময়ে এ গবেষণা জরিপ প্রকাশ করা হলো।
জরিপ ফলাফল অনুযায়ী তামাক জাতীয় ধূমপানের চেয়েও বেশী ঝঁকিপূর্ণ গাঁজা। সিগারেটের মত যারা নিয়মিতভাবে গাঁজা সেবন করেন তাদের হৃদরোগে আক্রান্ত হবার ঝঁকি ৫০% বেড়ে যায়। গত এক বছরের প্রতি সপ্তাহে অন্তত: ৩ বার গাঁজা সেবনকারি ৫৫ রোগীর ওপর পরিচালিত এই গবেষণায় আরো উদঘাটিত হয়েছে যে, গাজা সেবন করেন না এমন প্রাপ্ত বয়স্ক মানুষের চেয়ে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি অনেক বেশী নিয়মিত গাঁজা সেবনকারির এবং গাঁজা সেবনকারি একবার আক্রান্ত হলে তাকে সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসাতেও সারিয়ে তোলা সম্ভব হচ্ছে না।
অর্থাৎ গাঁজা কখনোই স্বাস্থ্যসম্মত হতে পারে না বলে গষেকরা মন্তব্য করেছেন। যারা কখনোই বিড়ি-সিগারেট কিংবা গাঁজা সেবন করেন না তাদের ওপর পরিচালিত জরিপের সাথে এই গবেষণার পর্যালোচনার পরই এমন মতামত দিচ্ছেন স্বাস্থ্য-বিজ্ঞানীরা।
Posted ৯:৩৭ পূর্বাহ্ণ | সোমবার, ০২ জুন ২০২৫
nyvoice24 | New York Voice 24