‘গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র নর্থওয়েস্ট রিজিওনাল কমিটি গঠিত

শেখ নুরুল ইসলাম   প্রিন্ট
মঙ্গলবার, ০৩ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৪৬ পূর্বাহ্ণ

‘গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র নর্থওয়েস্ট রিজিওনাল কমিটি গঠিত

লন্ডন : "গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র নর্থওয়েস্ট রিজিওনাল কমিটি গঠনের সভায় নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে প্রতিষ্ঠার পর থেকে ঐক্যের বন্ধনে মানবতার কল্যাণে এবং বৃটেনের কমিউনিটির উন্নয়ণে ও গ্রেটার সিলেটবাসীর দাবী দাওয়া আদায়ের আন্দোলনে নিষ্ঠা ও নিরলসভাবে কাজ করছে। এই ধারাবাহিকতায় রচডেল কমিউনিটি সেন্টারে ১ জুন রোববার সংগঠনের নর্থওয়েস্ট রিজিওনাল কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভার আয়োজন করা হয়।

প্রবীন কমিউনিটি লিডার আলহাজ্ব সুরাবুর রহমানের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা সৈয়দ মুজিবুর রহমান মুজিবের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় কাউন্সিলার মন্তাজ আলী আজাদ, আলী আহমদ, গনি চৌধুরী, ফারুক আলী, নাজমুল ইসলাম, মীর গোলাম মোস্তফা, রুহুল আমিন রুহেল, সোহেল মিয়া ও সৈয়দ ছাদেক আহমদ সহ নর্থওয়েস্ট’র বিভিন্ন শহর থেকে আসা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় সর্বসম্মতিক্রমে নাজমুল ইসলামকে চেয়ারপার্সন, মীর গোলাম মোস্তফাকে জেনারেল সেক্রেটারী ও সোহেল মিয়াকে ট্রেজারার করে ৫১ সদসবিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।

সভা চলাকালে টেলিকনফারেন্সে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর সংযুক্ত থেকে নতুন কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সংগঠনের আগামী দিনের অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করেছেন।

এ সময় প্রবাসীদের সহায় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ। বিশেষ করে, প্রবাসী অধ্যুষিত এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া ডাকাতি ও বিভিন্ন হয়রানি প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা আরও জোরদার করার দাবি জানানো হয়।

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করার দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, যুক্তরাজ্য থেকে সিলেটে বিমানের পাশাপাশি অন্য এয়ারলাইন্সের ফ্লাইট চালু করতে হবে। একই সঙ্গে, বিমানের ভাড়া কমানো এবং যাত্রীসেবা উন্নত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তারা।

সিলেটকে পৃথক প্রদেশ করার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে নেতারা বলেন, ১৮৭৫ সালে ব্রিটিশ সরকার বেঙ্গল প্রদেশ থেকে জোরপূর্বক সিলেটকে আসামের সঙ্গে যুক্ত করে। পরে ১৯৪৭ সালে গণভোটের মাধ্যমে সিলেট আবার পূর্ব বাংলার সঙ্গে যুক্ত হলেও, শিক্ষা, প্রশাসন ও অন্যান্য ক্ষেত্রে সিলেটের প্রতি বৈষম্য এখনো বিরাজ করছে। তারা আরও বলেন, সিলেট বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও দীর্ঘদিন ধরে উন্নয়ন ও প্রশাসনিক সুবিধা থেকে বঞ্চিত। প্রাকৃতিক সম্পদ, পর্যটন ও রেমিট্যান্সে শীর্ষে থাকা সিলেটবাসীর ন্যায্য অধিকার নিশ্চিত করতে সিলেটকে একটি স্বতন্ত্র প্রদেশ হিসেবে ঘোষণা করা উচিত বলে উল্লেখ করেন নেতৃবৃন্দ।
===

Facebook Comments Box

Posted ৯:৪৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us