
অনলাইন ডেস্ক
প্রিন্ট
মঙ্গলবার, ০৩ জুন ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:৫২ পূর্বাহ্ণ
ছবি সংগৃহীত
পাকিস্তানের বন্দর নগরী করাচিতে ২ জুন (সোমবার) ধারাবাহিক ভূমিকম্পের পর আতঙ্ক ছড়িয়ে পড়ার ফলে একটি কারাগার থেকে ২শ’ জনেরও বেশি বন্দী পালিয়ে গেছে। সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
এএফপি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ জুন) সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া-উল-হাসান লাঞ্জার সাংবাদিকদের জানান, ভূমিকম্পের পর যখন কয়েকজন পালানোর চেষ্টা করে, তখন মালির কারাগারে ৬শ’ জনেরও বেশি বন্দীকে তাদের নিরাপত্তার জন্য অন্য একটি বিভাগে স্থানান্তরিত করা হচ্ছিল। এসময় ২১৬ জন পালিয়ে যায়।
জেল সুপারিনটেনডেন্ট আরশাদ শাহ সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত ৮৭ জন পলাতক বন্দীকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো জানান, ‘বাকি ১২৯ জন বন্দীকে পুনরুদ্ধারের চেষ্টা চলছে।’
লাঞ্জার সাংবাদিকদের জানান, সোমবার রাতে সৃষ্ট বিশৃঙ্খলায় একজন বন্দী নিহত এবং কারাগার ও পুলিশ কর্মীসহ আরো ২২ জন আহত হয়েছেন।
সিন্ধু প্রদেশের পুলিশ প্রধান গোলাম নবী মেমন বলেন, বেশিরভাগ বন্দির বিরুদ্ধে মাদকের অভিযোগ এবং অন্যান্য ছোটখাটো মামলা রয়েছে। তিনি জানান, কর্তৃপক্ষের কাছে ঠিক কারা পালিয়েছে তার তথ্য আছে এবং তারা তাদের ফিরিয়ে আনতে সক্ষম হবে।
মেমন বলেন, ‘কেন এবং কীভাবে এটি ঘটেছে তা তদন্ত করে দেখা হবে।’
সিন্ধু প্রদেশের তথ্যমন্ত্রী শারজিল ইনাম মেমন বলেন, ২৪ ঘণ্টার মধ্যে কারাগারে ফিরে আসলে বন্দিরা সরকারি পদক্ষেপ থেকে নিরাপদ থাকবেন। তবে যারা তা করবে না, তাদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন।
Posted ৯:৫২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ জুন ২০২৫
nyvoice24 | New York Voice 24