
অনলাইন ডেস্ক
প্রিন্ট
মঙ্গলবার, ০৩ জুন ২০২৫
সর্বশেষ আপডেট : ১০:১০ পূর্বাহ্ণ
ছবি সংগৃহীত
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নিয়ে কর্মচারীদের আপত্তির প্রেক্ষিতে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে সরকার। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ঐক্য কোরামের নেতাদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘সরকারি চাকরি অধ্যাদেশের কিছু ধারায় অপপ্রয়োগের সুযোগ রয়েছে। এ নিয়ে কর্মচারীদের যথেষ্ট আপত্তি আছে। তাদের বক্তব্য শোনার জন্য একটি উপদেষ্টা পর্যায়ের কমিটি গঠন করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘কমিটি আজ বা আগামীকাল গঠন হতে পারে। এই কমিটির মূল দায়িত্ব হবে কর্মচারীদের আপত্তিগুলো শোনা, বিশ্লেষণ করা এবং সেই অনুযায়ী সুপারিশ তৈরি করা।’ উপদেষ্টা পরিষদের পরবর্তী সভায় এসব সুপারিশ উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।
অপপ্রয়োগের প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ‘কিছু ক্ষেত্রে অপপ্রয়োগের সুযোগ রয়েছে এটা আমি স্বীকার করি। তবে এ ধরনের সুযোগ থাকা কাঙ্ক্ষিত নয়। আর এ কারণেই আইনটি ভালোভাবে পর্যালোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে।’
এদিকে, সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল না হলে কোরবানির ঈদের পর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কর্মকর্তা-কর্মচারী ঐক্য কোরামের নেতারা। সৌজন্যে: বিজনেসআই২৪
Posted ৯:৫১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ জুন ২০২৫
nyvoice24 | New York Voice 24