ক্রাউডফান্ডিংয়ের উদ্যোগ নিল এনসিপি

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ০৪ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৪৮ পূর্বাহ্ণ

ক্রাউডফান্ডিংয়ের উদ্যোগ নিল এনসিপি

ছবি সংগৃহীত

‘আপনার অনুদান, আগামীর বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে গণচাঁদা (ক্রাউডফান্ডিং) সংগ্রহের উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে দলীয় কার্যক্রম পরিচালনা ও ভবিষ্যৎ নির্বাচনী তহবিল গঠন করা হবে।

বুধবার (৪ জুন) বিকালে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

আখতার হোসেন বলেন, ‘জুলাই বিপ্লবের পর থেকে দেশের সাধারণ মানুষ আমাদের পাশে দাঁড়াতে চেয়েছেন। সেই আগ্রহের প্রতি সম্মান জানিয়ে এবার আমরা আনুষ্ঠানিকভাবে অনুদান গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি জানান, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক আর্থিক নীতির আওতায় আয়-ব্যয়, বরাদ্দ ও উৎস সম্পর্কে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা হয়েছে।

এর আগে, চলতি বছরের ৮ মার্চ এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে তহবিল সংগ্রহের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সেই অর্থ দলীয় কার্যালয় স্থাপন ও নির্বাচনী প্রস্তুতিতে ব্যয় করা হবে বলে জানান তিনি।

ক্রাউডফান্ডিং হলো এমন একটি অর্থ সংগ্রহ পদ্ধতি, যেখানে অনেক মানুষ অল্প অল্প করে অর্থ অনুদান দিয়ে কোনো উদ্যোগ বা সংস্থাকে সহায়তা করে। সাধারণত এই অর্থ ফেরত দিতে হয় না। এটি মূলত ডিজিটাল মাধ্যমে সংগঠিত হয় এবং প্রাথমিকভাবে স্টার্টআপ বা সামাজিক উদ্যোগে জনপ্রিয় হলেও এখন রাজনৈতিক দলগুলোও এই পদ্ধতি ব্যবহার করছে।

বিশ্বজুড়ে রাজনৈতিক গণতহবিল সংগ্রহের বহু উদাহরণ রয়েছে। যেমন, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনে তাঁর প্রচারণার ৬৯ শতাংশ তহবিল ক্ষুদ্র দাতাদের কাছ থেকে পেয়েছিলেন। ভারতের আম আদমি পার্টির নেতারা নির্বাচনী ব্যয়ের জন্য ক্রাউডফান্ডিংয়ে সফল হয়েছেন। এমনকি যুক্তরাজ্যের নির্বাচনী সংস্থাও গণতহবিল সংগ্রহে স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে।

বিশেষজ্ঞরা মনে করেন, ডিজিটাল যুগে রাজনৈতিক সংগঠনগুলো জনসম্পৃক্ততা বাড়াতে ও প্রভাবশালী অর্থায়নের বিকল্প পথ হিসেবে এই পদ্ধতিকে গুরুত্ব দিচ্ছে।

আখতার হোসেন বলেন, ‘আমরা চাই রাজনীতিতে পুঁজির আধিপত্য না থাকুক। মানুষ যাতে নিজে থেকেই মনে করে যে তার দান ভবিষ্যতের বাংলাদেশ গড়ার কাজে লাগবে।’

দলটি জানিয়েছে, স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি অনুদানের তথ্য প্রকাশ করা হবে এবং অনুদান সংগ্রহের প্ল্যাটফর্মে স্পষ্টভাবে উল্লেখ থাকবে অর্থ কী উদ্দেশ্যে ব্যয় হবে। সৌজন্যে: উইমেনআই২৪

Facebook Comments Box

Posted ৯:৩৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us