
অনলাইন ডেস্ক
প্রিন্ট
বুধবার, ০৪ জুন ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:৪৭ পূর্বাহ্ণ
নির্বাচন আদায়ে প্রবাসীদেরও ঐক্যবদ্ধ থাকার আহবান
নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী সমাবেশের বক্তারা অধ্যাপক ইউনূস ও তার সরকারের গণতন্ত্রে প্রত্যাবর্তনে আপামর জনতার প্রত্যাশার পরিপন্থি অবস্থানের সমালোচনা করা হয় এবং দেশের মত প্রবাসের সকলকে ডিসেম্বরের মধ্যেই সাধারণ নির্বাচনের দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়। গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হলেই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের আত্মার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা সম্ভব হলে বলেও মন্তব্য করেন বক্তারা। গত ৩১ মে সন্ধ্যায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে এ উপলক্ষে দোয়া-মাহফিল, আলোচনা সভা ও তবারক বিতরণ করা হয়।
আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ গৌছুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ সোলায়মানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তক। তিনি জনগণের জন্য রাজনীতি করেছেন, নিজের জন্য বা পরিবারের জন্য নয়। বাংলাদেশ যতদিন থাকতে ততদিন তিনি বাংলাদেশীদের হৃদয়ে অমর হয়ে থাকবেন। বাংলাদেশে এমুহুর্তে তাঁর মতো মহান নেতার প্রয়োজন। তাঁর রাজনৈতিক আদর্শই দেশের চলমান সঙ্কট থেকে জাতিকে রক্ষা করতে পারে।
জিয়ার শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ব্রঙ্কসে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র দোয়া-মাহফিলে প্রবাসীরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ডা. আব্দুস সবুর, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিন, আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা ইমরান শাহ রন। তারা বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার জনপ্রিয়তায় ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করেছে। তাঁকে হারিয়ে জাতি একজন দেশ প্রেমিক, সৎ রাষ্ট্রনায়ককে হারিয়েছে। বক্তারা বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বিএনপির দাবি অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্য্যেই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। এজন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি’র নেতা-কর্মী সহ দেশপ্রেমিক সকল নাগরিকের ঐক্য প্রয়োজন। দেশ ও প্রবাসে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনমত গড়ে তুলতে হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের কর্মকর্তা আক্তাজ্জামান হ্যাপী, মাইনউদ্দিন নটু, ফুল মিয়া, রুমা আক্তার, জুয়েল শিকদার, নারী নেত্রী মেহের চৌধুরী, জুলি রহমান প্রমুখ।
নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন সিদ্দিক মিশরী, আনছার শেখ, মমতাজ উদ্দিন, ফজলুর রহমান, মোঃ শহীদ, আজিজুল হক, মাসুদ পারভেজ, নজরুর হক, আব্দুল্লাহ হেল মাজেদ, সোলায়মান সরকার, তোজাম্মেল হক তোতা, রফিকুল ইসলাম, রোজী হোসাইন, মোঃ শাহজাহান, সোলায়মান সরকার, দীন ইসলাম, কামরুল হাসান, মোঃ বাদল, মোয়াজ্জেম হোসেন, মোঃ সাদিক, আমির হোসেন প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুর রাজ্জাক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট। শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
Posted ৯:৪৬ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ জুন ২০২৫
nyvoice24 | New York Voice 24