
ফ্লোরিডা প্রতিনিধি
প্রিন্ট
বুধবার, ০৪ জুন ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:৪১ পূর্বাহ্ণ
ফাইল ছবি
বৈশ্বিক বাণিজ্যে উদিয়মান নেতা তথা ওয়ালস্ট্রিটের ভিশনারি হিসেবে বাংলাদেশী আমেরিকান মোহাম্মদ আব্দুল কাদেরকে যুক্তরাষ্ট্রের প্রেস্টিজিয়াস ‘বিজনেস এলিট ফোর্টি আন্ডার ফোর্টি’ পুরষ্কারে ভ’ষিত করা হলো ২৯ মে সন্ধ্যায় ফ্লোরিডা স্টেটের মায়ামিতে জমকালে একটি অনুষ্ঠানে। প্রতি বছরই অনূর্দ্ধ ৪০ বছর বয়েসী ওয়াল স্ট্রিটভিত্তিক বৈশ্বিক বাণিজ্যে বিশেষ অবস্থানে উন্নীত ৪০জনকে এই পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য, এই এলিট বিজনেসম্যানরা নিজের অর্জন, ভবিষ্যত পরিকল্পনা এবং নেতৃত্বের জন্যে জাতীয়ভাবে স্বীকৃত। আরো উল্লেখ্য যে, গত ৭ বছর ধরেই সারা আমেরিকায় যুব সমাজের ব্যবসা-উদ্ভাবনে নেতৃত্ব বিকাশ এবং সে সব ব্যবসার মাধ্যমে কম্যুনিটি কীভাবে উপকৃত হচ্ছে তার ওপর গভীর পর্যবেক্ষণের পর ‘বিজনেস এলিট ইউএসএ’ এই তালিকা প্রকাশ ও পুরস্কার দিয়ে আসছে। এটি ব্যবসায়িক ও নেতৃত্ব গুণসম্পন্ন তরুণদের জন্যে অন্যতম মর্যাদাপূর্ণ একটি ইভেন্ট বলে অনেকে মনে করছেন। এবারের পুরস্কার বিতরণের অনুষ্ঠানটি হলো ‘ডব্লিউ সাউথ বীচ হোটেল’র বিলাসবহুল বলরুমে।
জানা গেছে, নিউইয়র্ক অঞ্চলে জনপ্রিয়তা অর্জনকারি ‘অ্যল কাউন্টি হেল্্থ কেয়ার গ্রুপ’ এবং ‘পপুলাল ক্যাপিটল ইনক’র প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ কাদের মর্যাদাসম্পন্ন পুরস্কারটি পেয়েছেন এলএনজি, চিনি এবং ভ’ট্টাসহ বৈশ্বিক পণ্যের বাণিজ্য এবং যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা খাতে অসামান্য অবদানের জন্য। নিউইয়র্ক এবং মিশিগান স্টেটের হেল্্থ ডিপার্টমেন্ট ইস্যুকৃত লাইসেন্সপ্রাপ্ত স্বাস্থ্যসেবা স্টাফিং এবং ডিএমই ( ডিউরেবল মেডিক্যাল ইক্যুইপমেন্ট) সেবায় মোহাম্মদ কাদেরের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান ব্যাপক ভ’মিকা রাখছে।
উল্লেখ্য, কুমিল্লার সন্তান মোহাম্মদ কাদের ২০২১ সালে বাংলাদেশের কনিষ্ঠতম কমার্শিয়াল ইম্পোর্ট্যান্ট পারসন তথা সিআইপি’র মর্যাদা পেয়েছেন। নিরব সমাজকর্মী ও মিষ্টভাষী মোহাম্মদ কাদের গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের হেল্্থকেয়ার কমিটির কো-চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করছেন। রিবিল্ট বেটার বাংলাদেশ’র মত সামাজিক উদ্যোগের সাথেও সম্পৃক্ত মোহাম্মদ কাদের ইতিপূর্বে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন প্রতিষ্ঠিত ‘ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ’র শুভেচ্ছা দূতের দায়িত্বও পালন করেছেন।
আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন ‘ফোর্টি আন্ডার ফোর্টি’ পুরস্কারপ্রাপ্তরা । ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
আরো ৩৯ জন সেরা উদ্যোক্তার সাথে এই পুরষ্কার গ্রহণের পর নিজের অনুভ’তি প্রকাশকালে মোহাম্মদ কাদের গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন পিতা-মাতা, স্ত্রী এবং একমাত্র কন্যা কায়লি কাদের-সহ তাঁর প্রতিষ্ঠানের সকল কর্মীর প্রতি। কাদেরের ধারণা, পরিবার ও সহকর্মীগণের আন্তরিক সহায়তা ছাড়া এই অর্জন সম্ভব হতো না। ‘আশা করছি সামনের দিনগুলোতেও মানবতার কল্যাণে গৃহিত সকল কর্মসূচিতে সহযোগিতার এই দিগন্ত অবারিত থাকবে’-উল্লেখ করেন মোহাম্মদ কাদের।
ব্যবসা এবং উদ্ভাবনে ইতিমধ্যেই সাফল্য অর্জন করা ছাড়াও নিকট ভবিষ্যতের ব্যবসা-বাণিজ্যকে যুগোপযোগী করতে অধিকতার যোগ্য নেতা হিসেবে বিবেচিতরাই এই পুরষ্কারের জন্যে নির্বাচিত হয়ে আসছেন। আর এ কারণেই ‘ফোর্টি আন্ডার ফোর্টি’ পুরস্কার বিতরণের অনুষ্ঠান হয়ে আসছে টরন্টো থেকে সিডিনি, রোম এবং দুবাই হয়ে মায়ামির আলো ঝলমল সমুদ্র-সিটি মায়ামিতে। আর এবছরের ভেন্যু মায়ামিকে নির্বাচিত হবার আরেকটি কারণ ছিল এই সিটি তথা স্টেটের ক্রমবর্দ্ধমান আন্তর্জাতিক প্রভাব এবং তার মধ্যদিয়ে ব্যবসা-বাণিজ্যের প্রসারের পরিকল্পনাকে ত্বরান্বিত করার অভিপ্রায়ে। এক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাও সকলের হৃদয়ে জাগ্রত হয়েছে। বলার অপেক্ষা রাখে না যে, ‘ফোর্টি আন্ডার ফোর্টি’ গালা নাইট ঘিরে সারা আমেরিকা ছাড়িয়ে বহির্বিশ্বেও উদিয়মান ব্যবসায়ীগণের মধ্যে নেটওয়ার্কিং ব্যবস্থাটি সরব হয়ে উঠে এবং পারস্পরিক সহযোগিতায় বৈশ্বিক বানিজ্য-বিনিয়োগের পথকেও সুগম করে। যার সুফল দীর্ঘমেয়াদি হয়ে থাকে।
পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন আলবেনী জোন্স, আলেক্সান্দ্রা স্যান্ডার্স, এন্দ্রু বাটিস্তা রহমান, ড. বেলানি এস্টিম-জেরমী, ব্রিয়া হ্যারিস, ক্রিস্টিন গপুজ, কোর্টনি পোলেদিনো, ডেভন এলান টাওয়েল, ড. ডন উইলকিন্স, ডমিনিক রিভেরা, ইরিন হাট, ড. জেরাল্ডাইন গেব্রিয়েল, গ্রেগরি স্কিপিলিটি, জ্যাকব হ্যারিসন, জেনা সুলিভান, জেরিমি জ্যান, জেসি উড, যোস খান, ক্যাটরিনা গ্রাউ, কিলা কী, ড. কিং ম্যাকক্রে, ল্যামার হলিডে, মিশেল গ্রেসমিক, নরমা ক্যানালিস, প্যারিস ব্যালেজ, পোলা ভেসপিয়া, ড. পাওয়ার আনন্দ, কুইন ম্যাকনাইট, রঞ্জয় সার্দা, রবি টিনেথি, রিয়েতা মায়ার্স হল, স্যামুয়েল জে ডিক্সন, সন্দ্বীপ ঝা, শেরি তিসমাল, ত্রেভর ফ্যান্ডেল, ভ্যালারি রাউচার, ওয়াগকাস মুনির এবং ডা. ইয়ানেট ডিয়াজ-মারটেল।ওয়াইভয়েস২৪ ডটকম।
Posted ৯:৪০ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ জুন ২০২৫
nyvoice24 | New York Voice 24