বাংলাদেশ পেল ‘বেস্ট কান্ট্রি এওয়ার্ড’

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ০৪ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ১১:৫৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ পেল ‘বেস্ট কান্ট্রি এওয়ার্ড’

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা পলিসে অনুষ্ঠিত গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেস (জিইসি) ২০২৫-এ বাংলাদেশ ২০০টিরও বেশি দেশের মধ্যে “বেস্ট কান্ট্রি এওয়ার্ড” অর্জন করেছে। এই সম্মাননা দেশের উদ্ভাবনী শক্তি ও উদ্যোক্তা উন্নয়নের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।

পুরস্কার গ্রহণ করেন গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্ক (GEN) বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সবুর খান এবং ম্যানেজিং ডিরেক্টর কে এম হাসান রিপন। জিইএন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জোনাথন ওর্টম্যানস পুরস্কার তুলে দেন।

এই সফলতার পেছনে রয়েছে দেশের বিভিন্ন উদ্যোক্তা-সহায়ক প্রতিষ্ঠান ও উদ্যোগের সম্মিলিত প্রচেষ্টা। GEN বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড, নলেলভেলু, জেন ক্যাম্পাস ঢাকা, স্মার্ট এক্সিলারেটর প্রোগ্রাম, শিমিনসডিজিটাল এবং উদ্যোক্তা বিশ্বকাপে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ এ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ড. সবুর খান বলেন, ‘এই পুরস্কার দেশের তরুণ উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, স্টার্টআপ এবং উদ্যোক্তা-পরিবেশ নির্মাতাদের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি। এটি ভবিষ্যতের পথচলাকে আরো মজবুত করবে।’

বিশ্লেষকরা মনে করেন, এই সম্মাননা বাংলাদেশের উদ্ভাবনী শক্তি ও উদ্যোক্তা উন্নয়নকে বিশ্বব্যাপী তুলে ধরবে এবং নতুন আন্তর্জাতিক অংশীদারিত্বের সুযোগ সৃষ্টি করবে। সৌজন্যে: বিজনেসআই২৪

Facebook Comments Box

Posted ৯:২৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us