আবারও বাংলাদেশে করোনায় মৃত্যু, শনাক্ত ৩ জন

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:৩০ পূর্বাহ্ণ

আবারও বাংলাদেশে করোনায় মৃত্যু, শনাক্ত ৩ জন

বাংলাদেশে আবারও করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জনে এবং মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫০০ জনে।

বৃহস্পতিবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত করোনা পরিস্থিতি বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন তিনজন। এ নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৬০ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ। আর মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয় করোনায়। মহামারির সবচেয়ে ভয়াবহ সময় ছিল ২০২১ সালের আগস্ট মাস, যখন ৫ ও ১০ আগস্ট দিনে দিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যু হয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা এখনও সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন, বিশেষ করে যারা বয়স্ক বা দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন তাদের প্রতি। বিজনেসআই২৪

Facebook Comments Box

Posted ৮:৩০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us