কাঁচা চামড়া কেনার জন্য বাংলাদেশ ব্যাংকের ফান্ড গঠন

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:২৮ পূর্বাহ্ণ

কাঁচা চামড়া কেনার জন্য বাংলাদেশ ব্যাংকের ফান্ড গঠন

বাংলাদেশ ব্যাংক কাঁচা চামড়া কেনার জন্য ২৩২ কোটি টাকার ঋণ ফান্ড গঠন করেছে। এই ফান্ডের মাধ্যমে ট্যানারি মালিকরা তাদের প্রয়োজন অনুযায়ী কাঁচা চামড়া সহজে ক্রয় করতে পারবে বলে আশা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

তবে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ফান্ডের এই পরিমাণকে খুবই সামান্য মনে করছে। তাদের দাবি, কোরবানি ঈদে চামড়া ক্রয়ের জন্য প্রায় দুই হাজার কোটি টাকার প্রয়োজন হয়, যেখানে ২৩২ কোটি টাকা যথেষ্ট নয়। পাশাপাশি, ট্যানারি মালিকদের বিরুদ্ধে ঋণ নিয়ে তা শোধ না করার অভিযোগও রয়েছে।

বাংলাদেশে সারা বছর কাঁচা চামড়া সংগ্রহের অর্ধেকের বেশি পরিমাণ কোরবানি ঈদের সময়ই হয়। এজন্য এই সময়ে ট্যানারি মালিকদের বাড়তি অর্থের প্রয়োজন হয়।

সোনালী ব্যাংক, যেটি কাঁচা চামড়া কেনার জন্য ঋণ দেয়ার ক্ষেত্রে অন্যতম, সেখানে স্থানীয় অফিসের কর্মকর্তা জিএম শফিকুল ইসলাম জানিয়েছেন, ঋণ সংক্রান্ত বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, “ঈদে চামড়া কেনার জন্য দুই হাজার কোটি টাকা প্রয়োজন, যেখানে ২৩২ কোটি টাকার ফান্ড খুবই নগণ্য।”

সালামা ট্যানারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত উল্লাহ মনে করেন, সরকারের সক্রিয় হস্তক্ষেপ ছাড়া ট্যানারি শিল্পের উন্নতি সম্ভব নয়। তিনি জানান, গত দশ বছর ধরে চামড়া ও চামড়া প্রস্তুত পণ্যের রপ্তানি আয় প্রায় এক বিলিয়ন ডলারে স্থির রয়েছে।

অন্যদিকে, সাভারের চামড়া শিল্প নগরীতে প্রতিষ্ঠিত কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) এখনো শতভাগ কার্যকর হয়নি। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ট্যানারি মালিকদের নিজস্ব উদ্যোগে ইটিপি (ইন্ডাস্ট্রিয়াল ট্রীটমেন্ট প্ল্যান্ট) গড়ে তুলতে পরামর্শ দিয়েছেন। বিজনেসআই২৪

Facebook Comments Box

Posted ৮:২৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us