ভিএনএস-হেল্থ মেলা

চিকিৎসা ও ওষুধ পুরোটাই ফ্রি

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ০৬ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ১১:৫৯ পূর্বাহ্ণ

চিকিৎসা ও ওষুধ পুরোটাই ফ্রি

স্বল্প আয়ের রোগী এবং সিনিয়র সিটিজেনদের সুলভে চিকিৎসা-সেবায় জনপ্রিয়তার শীর্ষে অবস্থানকারি ‘ভিএনএস হেলথ’র উদ্যোগে ৫ জুন নিউইয়র্ক সিটির জ্যামাইকায় (৮৩-১৫ পারসন্স বুলেভার্ড) এক মেলা অনুষ্ঠিত হয়। এতে আগতদের বিস্তারিত তথ্য অবহিত করেন ভিএনএস-হেল্থ’র মার্কেট ডেভেলপমেন্ট বিষয়ক পরিচালক সালেহ আহমেদ। এ সময় তিনি জানান, নানাবিধ কারণে স্বল্প ও মাঝারি আয়ের অনেক মানুষই সুচিকিৎসা পাচ্ছেন না। চিকিৎসা ও ওষুধের জন্যে কো-পেমেন্ট করতে হচ্ছে। সিনিয়র সিটিজেনরাও ওটিসি বাবদ প্রত্যাশিত সহযোগিতা পাচ্ছেন না। সালেহ আহমেদ বললেন, ভিএনএস-হেলথ কো-পেমেন্টে বিশ্বাস করে না। চিকিৎসকের ফি-সহ ওষুধের পুরো মূল্যই আমরা পরিশোধ করছি। এছাড়া ওটিসি (ওভার দ্য কাউন্টার) বাবদও অনেক বেশী বরাদ্দ দিচ্ছি।

ভিএনএস-হেল্থ’র কম্যুনিটি লিঁয়াজো (মেডিকেয়ার এডভান্টেজ) মোহাম্মদ নাহিদ হাসান বললেন, স্বল্প ও মাঝারি আয়ের প্রবাসীদের জন্যে নির্ভরযোগ্য এই কোম্পানীর দ্রুত প্রসার ঘটছে। চিকিৎসকেরাও লোফে নিচ্ছেন ভিএনএস-হেলথ কার্ড।

ফিলজাস মেডিকেল কেয়ারের দুই কর্ণধার ডা. শেখ জে আহমেদ এবং ডা. ফাতিমা কে আহমেদের সার্বিক সহায়তায় এ স্বাস্থ্যমেলায় ভিএনএস হেলথ’র আউটরীচ রিপ্রেজেনটেটিভ ইলিনা ভ্যালারেজও নানা তথ্য উপস্থাপন করেন কৌতুহলী প্রবাসীদের জন্যে।

Facebook Comments Box

Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ জুন ২০২৫

nyvoice24 |

.

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us