গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে মুসলিম বিশ্বের ঐক্য কামনায়

যুক্তরাষ্ট্রে ঈদুল আযহা পালিত

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ০৮ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:০১ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে ঈদুল আযহা পালিত

গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হবার উদাত্ত আহবানে ৬ জুন শুক্রবার আমেরিকায় ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হলো। নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস, জর্জিয়া, কানেকটিকাট, পেনসিলভেনিয়া, নিউজার্সি, ভার্জিনিয়া, মিশিগান, ম্যারিল্যান্ড, মিনেসোটা, ক্যানসাস, ম্যাসাচুসেটস, ইলিনয় প্রভৃতি স্টেটে তিন সহস্রাধিক মসজিদের উদ্যোগে ঈদ জামাতের পরই মুসল্লিরা পশু কুরবানী করেন। প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন বিরোধী ও মুসলিম বিদ্বেষী নানা পদক্ষেপ এবং যুদ্ধজনিত কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রির মূল্য ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়ায় এক ধরনের হতাশা আর অস্বস্তির মধ্যে ঈদ উদযাপন করছেন প্রবাসীরা। তবে যে কোন সময়ের তুলনায় এবারের ঈদ জামাতে নতুন প্রজন্মের উপস্থিতি ছিল অনেক বেশী।

জ্যামাইকা মুসলিম সেন্টারের ঈদ জামাতে যোহরান মামদানি। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের বৃহৎ ঈদ জামাতগুলোর অন্যতম ছিল নিউইয়র্কে জ্যামাইকায় টমাস এডিশন হাই স্কুল মাঠে জ্যামাইকা মুসলিম সেন্টারের জামাত। সেখানে নিউইয়র্ক সিটির আসন্ন নির্বাচনে মেয়র পদে ডেমক্র্যাটিক পার্টির মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকা যোহরান মামদানি বক্তব্য দেন। তিনি ত্যাগের মহিমায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে সামনের নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয়ের উদাত্ত আহবান জানান এবং বলেন, তাহলেই প্রশাসনিক বৈষম্য দূর হবে, কর্মস্থলে ধর্মীয় বিদ্বেষের যন্ত্রনাও পোহাতে হবে না।

কুইন্সে স্প্রিংফিল্ড গার্ডেন মসজিদে ঈদ জামাত শেষে কর্মকর্তারা। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

এ সময় নিউইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকারসহ কয়েকজন কাউন্সিলম্যানও সকলকে ঈদ মুবারক জানিয়ে বক্তব্য দিয়েছেন। শেষে ইমাম শামসী আলীর নেতৃত্বে নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।
কুইন্স, ব্রঙ্কস ও ব্রুকলীনে বৃহৎ ঈদ জামাতের মধ্যে ছিল আল আমান মসজিদ, বায়তুল জান্নাহ মসজিদ, বাংলাদেশ মুসলিম সেন্টার, আল আমিন মসজিদ, পার্কচেস্টার জামে মসজিদের ব্যবস্থাপনায় ঈদ জামাতসমূহ।
এবার খুব কমসংখ্যক প্রবাসী বাংলাদেশে কুরবানীর আয়োজন করেছিলেন বলে জানা গেছে। কম্যুনিটির বিভিন্ন সূত্রে আরো বলা হয়েছে, খামারে গিয়ে পছন্দের গরু-ছাগল ক্রয় করে কুরবানী হয়েছে সহস্রাধিক পশু। এছাড়াও, নিকটস্থ সুপার মার্কেটের মাধ্যমে কুরবানী দিয়েছেন ৫০ হাজারের অধিক প্রবাসী।

এদিকে, ঈদ উপলক্ষে এবার বাংলাদেশী গ্রোসারিসমূহে বিক্রি গত বছরের চেয়ে অনেক কম ছিল বলে ব্যবসায়ীরা উল্লেখ করেছেন।

আটলান্টিক সিটি

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী জানান : নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ত্যাগের মহিমায় ৬ জুন পবিএ ঈদুল আযহা উদযাপিত হয়েছে। আটলান্টিক সিটির ২৪২৬, আটলান্টিক এভিনিউস্থ বাংলাদেশি আমেরিকানদের অর্থায়নে নির্মিত ও তাদের ব্যবস্থাপনায় পরিচালিত আল হেরা মসজিদে ঈদের জামাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মুসলিমসহ অন্যান্য কমিউনিটির মুসলিমরাও অংশ নেয়। প্রবাসী বাংলাদেশি মুসলিম মহিলাও ঈদের জামাতে অংশ নেন। ঈদের নামাজ আদায় শেষে খুৎবা প্রদান করা হয়। এ সময় দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সুখ-সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। এখানে ঈদের জামাতে ইমামতি করেন মসজিদ আল হেরার খতিব আজিম উদ্দিন। এখানে দু’টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

আটলান্টিক সিটি মসজিদে ঈদ জামাত শেষে কর্মকর্তারা। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

উত্তর ফ্লোরিডা এভিনিউতে অবস্থিত বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হয়েছে ঈদের অন্যতম বৃহত্তম জামাত। এখানে বিপুল সংখ্যক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। পুরুষদের পাশাপাশি নামাজের জন্য ভিন্ন ব্যবস্থা থাকায় বিপুল সংখ্যক মহিলাও এখানে ঈদের নামাজ আদায় করেন। ঈদ জামাতে ইমামতি করেন হাফেজ তাসদীদ।

মসজিদ আল তাকওয়ার উদ্যোগে মসজিদের সামনের খোলা প্রান্তরে বিশাল ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে ইমামতি করেন সাঈদ আবোজাহরা। এখানে মহিলাদের ঈদের নামাজ আদায়ের সুব্যবস্থা থাকায় বিপুল সংখ্যক মহিলা ঈদ জামাতে অংশ নেন। এছাড়া আটলান্টিক সিটির অন্যান্য মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আটলান্টিক সিটি সংলগ্ন এগ হারবার টাউনশীপ, এবসিকন, গ্যালাওয়ে, নর্থফিল্ড সহ অন্যান্য শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশী মুসলিমরা তাদের সুবিধাজনক স্থানে ঈদের নামাজ আদায় করেন।

Facebook Comments Box

Posted ৯:০১ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us