
অনলাইন ডেস্ক
প্রিন্ট
সোমবার, ০৯ জুন ২০২৫
সর্বশেষ আপডেট : ১০:৪৬ পূর্বাহ্ণ
অবরুদ্ধ গাজার অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’কে আন্তর্জাতিক জলসীমায় আটক করেছে ইসরায়েলি বাহিনী। এই জাহাজে ছিলেন সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মোট ১২ জন নিবেদিতপ্রাণ মানবাধিকারকর্মী। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য ইতালি থেকে জরুরি ত্রাণসামগ্রী নিয়ে তারা গাজার দিকে যাচ্ছিলেন তারা। কিন্তু তাদের মানবিক যাত্রা ইসরায়েলি বাহিনীর হাতে বাধাপ্রাপ্ত হলো।
জাহাজটি ইসরায়েলি বাহিনী দখলে নেওয়ার ঠিক আগ মুহূর্তে মর্মস্পর্শী এক ভিডিও বার্তায় গ্রেটা থুনবার্গকে বলতে শোনা যায়, আমার নাম গ্রেটা থুনবার্গ, আমি সুইডেন থেকে এসেছি। আন্তর্জাতিক জলসীমায় আমাদের আটকে রাখা হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী কিংবা ইসরায়েলকে সমর্থন জোগানো বাহিনী আমাদের অপহরণ করেছে।
এই ভিডিওটি সম্ভবত সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করে আগেই রেকর্ড করে রাখা হয়েছিল। গ্রেটা তার বন্ধু, পরিবার ও সহকর্মীদের কাছে আকুল আবেদন জানিয়েছেন, যেন তারা সুইডিশ সরকারের ওপর চাপ সৃষ্টি করে তাকে এবং অন্যদের দ্রুত মুক্তির ব্যবস্থা করেন।
ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) নামের আন্তর্জাতিক অলাভজনক সংস্থা পরিচালিত এই জাহাজটি গাজার উপকূলে ভিড়তে পারেনি। ইসরায়েলি বাহিনী জাহাজটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যাচ্ছে। এফএফসি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী জাহাজ থেকে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তাদের পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, ত্রাণ দিতে যাওয়া মানবাধিকারকর্মীরা হাত তুলে বসে আছেন।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স-এ (সাবেক টুইটার) ম্যাডলিন জাহাজ আটকের বিষয়টি নিশ্চিত করেছে এবং উপহাস করে এটিকে ‘সেলফি ইয়ট’ এবং এর আরোহীদের তথাকথিত সেলিব্রিটি হিসেবে অভিহিত করেছে।
ম্যাডলিন জাহাজে গ্রেটা থুনবার্গ ছাড়াও ছিলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, জার্মানির ইয়াসেমিন আচার, ফ্রান্সের ব্যাপতিস্ত আন্দ্রে, ব্রাজিলের থিয়াগো আভিলা, ফ্রান্সের ওমর ফায়াদ, পাস্কাল মৌরিয়েরাস, ইয়ানিস মোহামদি, তুরস্কের সুলাইব ওর্দু, স্পেনের সার্জিও তোরিবিও, নেদারল্যান্ডসের মার্কো ফন রেনেস ও ফ্রান্সের রিভা ভিয়া। এই দুঃসাহসী ব্যক্তিরা গাজার মানুষের জন্য চিকিৎসার সরঞ্জাম, ময়দা, চাল, শিশুদের দুধ, ডায়াপার, নারীদের স্যানিটারি পণ্য, পানি বিশুদ্ধকরণ কিট, ক্রাচ ও শিশুদের কৃত্রিম অঙ্গের মতো অত্যন্ত প্রয়োজনীয় সহায়তা বহন করছিলেন।
Posted ১০:৪৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ জুন ২০২৫
nyvoice24 | New York Voice 24