জন্মদিনে মহাকাশ ভ্রমণে যাচ্ছেন শিল্পা শেঠি!

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ০৯ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ১১:০০ পূর্বাহ্ণ

জন্মদিনে মহাকাশ ভ্রমণে যাচ্ছেন শিল্পা শেঠি!

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির জন্মদিনে চমকপ্রদ উপহার দিলেন তার স্বামী, ব্যবসায়ী রাজ কুন্দ্র। ৮ জুন ৫০ বছরে পা দিয়েছেন এই অভিনেত্রী। দিনটিকে স্মরণীয় করে রাখতে রাজ নিয়েছেন এক অভিনব উদ্যোগ—স্ত্রীকে নিয়ে মহাকাশ ভ্রমণের পরিকল্পনা করছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, জন্মদিনের এই বিশেষ মাসে শিল্পাকে সারপ্রাইজ দিতে চান রাজ কুন্দ্র। যদিও এখনো পর্যন্ত মহাকাশ যাত্রার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে রাজের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, পরিকল্পনাটি বেশ গুরুত্বের সঙ্গেই এগোচ্ছে।

রাজ কুন্দ্র রবিবার (৮ জুন) ইনস্টাগ্রামে শিল্পাকে উদ্দেশ করে লেখেন,”হ্যালো জুন, এ মাস আমাকে আমার সবচেয়ে বড় আশীর্বাদ দিয়েছে। তোমার জন্মদিনের মাস শুরু হওয়ার সাথে সাথে আমি শুধু বলতে চাই, তোমার সঙ্গে প্রতিটি দিন উদ্‌যাপনের মতো মনে হয়। তুমি আমার জীবনকে ভালোবাসা, শক্তি ও হাসিতে ভরিয়ে দিয়েছো। আর অপেক্ষা করতে পারছি না, তোমার সারা মাস উদ্‌যাপনের।”

এই পোস্টের পরই মহাকাশ ভ্রমণের গুঞ্জন আরও জোরালো হয়। তবে রাজ ও শিল্পার সন্তানরা এই যাত্রায় সঙ্গী হবেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

উল্লেখ্য, রাজ কুন্দ্র তার প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠিকে ভালোবেসে বিয়ে করেন। তাদের সংসারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে।

Facebook Comments Box

Posted ১১:০০ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us